লিয়োনেল মেসির বিকল্প কে?
ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার ২৪ ঘণ্টা আগেও ভাঙলেন না বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। উল্টে বলে গেলেন, ‘‘সবাই জানতে চায় লিয়োর জায়গায় কাকে খেলাব। বিপক্ষ কোচরাও। কিন্তু কোনও ভাবে এখনই বলব না আমাদের পরিকল্পনা কী।’’
মেসিহীন বার্সার কঠিন পরীক্ষার আগে ভালভার্দে যতটা সম্ভব অবিচলিত থাকার চেষ্টা করলেন। শোনা যাচ্ছে উসমান দেম্বেলে অথবা ম্যালকমকে আর্জেন্টাইন মহাতারকার জায়গায় খেলতে দেখা যাবে। বার্সা কোচ এ হেন কৌতুহলের ধারে-কাছে না গিয়ে বললেন, ‘‘লিয়োকে ছাড়া খেলার রাস্তা বের করতে হবে। নিশ্চিত ভাবে ওকে ‘মিস’ করব। কিন্তু আমি চাই কাল জেতার পরে যেন ওর কথা মনে পড়ে।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘একজনের উপর চিরকাল নির্ভরশীল থাকতে পারি না। যা কিছু করার সবাই মিলে করতে হবে। লিয়ো বিশেষ প্রজাতির ফুটবলার। কিন্তু অন্যদের সেই শূন্যস্থানটা পূরণ করার