Advertisement
১৯ মে ২০২৪

অগোছালো ভাবে আজ শুরু হচ্ছে মেয়েদের ফুটবল লিগ

কিছুটা অনাড়ম্বর এবং আগোছালো ভাবে আজ শুক্রবার দুপুরে ইস্টবেঙ্গল মাঠে শুরু হচ্ছে মেয়েদের ফুটবল লিগ। তিন প্রধান এ বার না খেললেও মোট ২২ টি দলকে নিয়ে চারটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা হবে। প্রথম দিন সেবায়নী সোশ্যালের সঙ্গে খেলবে দমদম আদিবাসী টিবিএস।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ০২:৫৯
Share: Save:

কিছুটা অনাড়ম্বর এবং আগোছালো ভাবে আজ শুক্রবার দুপুরে ইস্টবেঙ্গল মাঠে শুরু হচ্ছে মেয়েদের ফুটবল লিগ। তিন প্রধান এ বার না খেললেও মোট ২২ টি দলকে নিয়ে চারটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা হবে। প্রথম দিন সেবায়নী সোশ্যালের সঙ্গে খেলবে দমদম আদিবাসী টিবিএস। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের অন্য খেলার দুই অলিম্পিয়ান সোমা বিশ্বাস ও দোলা বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে থাকছেন মেয়েদের একমাত্র অর্জুন পুরস্কার পাওয়া ফুটবলার শান্তি মল্লিকও।

কোনওক্রমে তড়িঘড়ি করে লিগ শুরু করতে গিয়ে অবশ্য নানা ঝামেলা হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন ক্লাবগুলির কর্তারা। উদ্বোধনের একদিন আগে প্রকাশিত হয়েছে লিগের আংশিক সূচি। তা ছাড়া বেশ কিছু ক্লাব তাদের ফুটবলারদের নথিভুক্ত করে উঠতে পারেনি এখনও। বৃহস্পতিবার বিকেলেও দেখা গেল আইএফএ অফিসে এসে বেশ কিছু ফুটবলারকে নথিভুক্ত করতে। সব চেয়ে বড় কথা বেশির ভাগ দলেরই স্পনসর না থাকায় চূড়ান্ত অর্থাভাব। গত বছরের খাওয়া-দাওয়া বা আসা যাওয়ার খরচ এখনও মেটায়নি আই এফ এ। সব ক্লাবের মধ্যে তাই প্রচন্ড ক্ষোভ। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘পরের মরসুমে তিন প্রধান দল গড়বে। তখন অনেক বড় করে লিগ করব। ক্লাবগুলির বকেয়া টাকা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Women's League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE