পর্তুগাল ম্যাচে জোড়া গোল করে নায়ক। কিন্তু চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল এদিনসন কাভানিকে। কোয়ার্টার ফাইনালে শুক্রবার ফ্রান্সের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। এর মধ্যেই উরুগুয়ে শিবিরে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে বুধবার কাভানি অনুশীলনে ফেরায়।
অনুশীলনে নামলেও প্যারিস সাঁ জারমাঁ-র স্ট্রাইকার যে ফ্রান্স ম্যাচে খেলবেনই তাও কিন্তু বলা যাচ্ছে না। উরুগুয়ে দলের চিকিৎসক এক বিবৃতিতে জানিয়েছেন, কাভানির পায়ে স্ক্যান করে দেখা গিয়েছে পেশি না ছিঁড়লেও একটা জায়গা অনেকটা ফুলে আছে। নিঝনি নভগরোদে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে উরুগুয়ে দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। তবে কাভানির চোট আছে এটা পরিষ্কার। তাই দলের সঙ্গে নয়, ওকে আলাদা অনুশীলন করানো হয়েছে। আপাতত ওর ফিজিওথেরাপি চলছে।’’
ফ্রান্সের কোচ দিদিয়ে দেশঁ কিন্তু মনে করেন কাভানি না খেললেও কোনওভাবেই উরুগুয়েকে দুর্বল বলা যাবে না। ফরাসি কোচের বক্তব্য, ‘‘পিএসজি-তে কাভানি একটা বড় নাম। ফ্রান্সে অসম্ভব জনপ্রিয়ও। আমরা সব রকম ভাবেই নিজেদের তৈরি রাখছি। কাভানি খেললে এক রকম। না খেললে আর এক রকম। তবে কাভানি খেললে আমাদের কাজটা আরও কঠিন হয়ে যাবে। বিশ্ব ফুটবলে কাভানি আর সুয়ারেস (লুইস) বিশ্বের অন্যতম সেরা আক্রমণাত্মক জুটি।’’