তাদের সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই। ফুটবল বিশ্বকাপ নিয়েও তাদের কোনও মাথাব্যাথাও নেই। তাও বিশ্বকাপ ফুটবলের আসর বসতে না বসতেই খবরের শিরোনামে চলে আসে তারা। কখনও পল দ্য অক্টোপাস কখনও বা অ্যাকিলিস দ্য ক্যাট। ফুটবল বিশ্বযুদ্ধ এমনই হরেক পশুকে খবরের শিরোনামে তুলে আনে— তাদের ভবিষ্যদ্বাণীর জন্য। কতটা সঠিক হয় এঁদের ভবিষ্যদ্বাণী? দেখে নেওয়া যাক।