রবার্তো বাজ্জো: ১৯৯৪ সালের বিশ্বকাপ ফাইনালে রোমারিও-দুঙ্গাদের ব্রাজিলকে ১২০ মিনিট আটকে রেখেছিল ইতালি। টাইব্রেকারে বারেসি এবং মাসারো পেনাল্টি মিস করায় যাবতীয় নজর ছিল ইতালির সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার রবার্তো বাজ্জোর দিকে। কিন্তু বাজ্জোর শট ক্রসপিসের উপর দিয়ে উড়ে যায়। চতুর্থ বার বিশ্বকাপ জেতে ব্রাজিল।