World Cup 2018: Worst performances from World Cup Defending Champions in group stage dgtl
খেলা
গোড়াতেই গোত্তা, বিশ্বকাপে আছে অনেক নজির
নিজস্ব প্রতিবেদন
১৮ জুন ২০১৮ ১৫:২৬
Advertisement
১ / ৮
বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি মাঠে নেমেই হেরে গেল বিশ্বকাপে... ফুটবলের ইতিহাসে জার্মানির আগেও এমন অনেকেই আছে। আবার প্রথম ম্যাচ জিতলেও, বিশ্বকাপে গ্রুপের গণ্ডি টপকাতে পারেনি আগের বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন উদাহরণও আছে। সব মিলিয়ে এই গ্যালারি: গোড়াতেই গোত্তা...
২ / ৮
১৯৫০ উরুগুয়ে বিশ্বকাপে- ইতালি প্রথম ম্যাচে ২-৩ গোলে হারে সুইডেনের কাছে। ১৯৩৪ এবং ১৯৩৮ দুই বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দুটি বিশ্বকাপ হয়নি। ১৯৫০ এবং ১৯৫৪ বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকেই বিদায় নেয় তাঁরা।
Advertisement
Advertisement
৩ / ৮
১৯৬৬ ইংল্যাণ্ড বিশ্বকাপে- প্রথম গ্রুপ ম্যাচে বুলগেরিয়ার বিরুদ্ধে জিতলেও পরের দু’টো ম্যাচ হাঙ্গেরি এবং পর্তুগালের কাছে হেরে গ্রুপ স্টেজ থেকেই বিদায় নেয় ১৯৫৮, ১৯৬২-র বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল।
৪ / ৮
১৯৮২ ফ্রান্স বিশ্বকাপে- বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ০-১ গোলে হেরেছিল বেলজিয়ামের বিরুদ্ধে। ১৯৭৮ বিশ্বকাপে নিজেদের দেশের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।
Advertisement
৫ / ৮
১৯৯০ ইতালি বিশ্বকাপে- বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম ম্যাচ ০-১ গোলে হেরেছিল ক্যামেরুনের বিরুদ্ধে। যদিও সেই বিশ্বকাপে রানার্স হিসেবে শেষ করেছিল তাঁরা। ১৯৮৬ মেক্সিকোতে আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল মারাদোনার আর্জেন্টিনা।
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে- জার্মানি বিশ্বকাপের(২০০৬) চ্যাম্পিয়ন ইতালি পরের ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকেই বিদায় নেয়। ২০১০-এ প্রথম দুই গ্রুপ ম্যাচ ড্র করে তৃতীয় ম্যাচ হেরে যায়। ২০১৮-তে মূল পর্বেই ওঠেনি আজুরিরা।
৮ / ৮
২০১৮ রাশিয়া বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে ০-১ গোলে মেক্সিকোর কাছে হারল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে কাপ জিতেছিল জার্মানি।