নিজেদের ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদের উপর চাপ বাড়িয়েছিল বার্সেলোনা। তবে রিয়ালও জবাব দিল। তারাও জিতল। ফলে আরও জমে গেল লা লিগার লড়াই। স্পেনের লিগে আপাতত রিয়ালের থেকে ৪ পয়েন্ট এগিয়ে বার্সা।
বার্সেলোনার খেলা ছিল ওসাসুনার বিরুদ্ধে। ম্যাচের ৬৯ মিনিট পর্যন্ত বার্সাকে আটকে রেখেছিল ওসাসুনা। কিন্তু তার পর রাফিনহার জাদুতে জিতল বার্সা। ৭০ ও ৮৬ মিনিটে গোল করলেন ব্রাজ়িলীয় তারকা। ২-০ গোলে জেতে বার্সা।
আলাভেসের বিরুদ্ধে ২৪ মিনিটের মাথায় রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটের মাথায় আলাভেসকে সমতায় ফেরান কার্লোস ভিসেন্তে। দু’মিনিট পরে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। আর ফিরতে পারেনি ওসাসুনা। ২-১ গোলে জেতে রিয়াল।
আরও পড়ুন:
অক্টোবর মাসে এল ক্লাসিকো জেতার পর বার্সার থেকে ৫ পয়েন্ট এগিয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু পরের দু’মাসে ছবিটা বদলে গিয়েছে। লা লিগায় টানা সাত ম্যাচ জিতেছে বার্সা। অন্য দিকে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ন’টি ম্যাচের মধ্যে মাত্র তিনটি জিতেছে রিয়াল। ফলে ছবিটা বদলে গিয়েছে।
আপাতত ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট বার্সার। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৯। তিন নম্বরে ৩৫ পয়েন্ট নিয়ে রয়েছে ভিয়ারিয়াল। তবে বার্সা ও রিয়ালের থেকে দু’টি ম্যাচ কম খেলেছে তারা। সেই দুই ম্যাচ জিতলে রিয়ালকে টপকে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ রয়েছে তাদের।