Advertisement
E-Paper

ঋদ্ধির মুখে ঋষভ-প্রশংসা

শনিবার দক্ষিণ কলকাতার এক মলে-এ বিশ্বকাপ উন্মোচন অনুষ্ঠানে এসে ঋদ্ধিমান বলেন, ‘‘ঋষভ অ্যাডিলেডে ১১টা ক্যাচ ধরেছে যখন, বলতেই হবে, ভাল কিপিং করছে।’’

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ০৪:১৩
শনিবার দক্ষিণ কলকাতার এক মলে-এ বিশ্বকাপ উন্মোচন অনুষ্ঠানে ঋদ্ধিমান সাহা।—ছবি পিটিআই।

শনিবার দক্ষিণ কলকাতার এক মলে-এ বিশ্বকাপ উন্মোচন অনুষ্ঠানে ঋদ্ধিমান সাহা।—ছবি পিটিআই।

পার্‌থে চলতি টেস্টের প্রথম দিন শন মার্শের দেওয়া সহজ ক্যাচ ধরতে না পারায় ক্রিকেটপ্রেমীরা অনেকেই ঋষভ পন্থের সমালোচনায় মুখর হলেও ঋদ্ধিমান সাহা মনে করেন, ভাল কিপিং করছেন ঋষভ।

শনিবার দক্ষিণ কলকাতার এক মলে-এ বিশ্বকাপ উন্মোচন অনুষ্ঠানে এসে ঋদ্ধিমান বলেন, ‘‘ঋষভ অ্যাডিলেডে ১১টা ক্যাচ ধরেছে যখন, বলতেই হবে, ভাল কিপিং করছে।’’ তাঁর দশটি ক্যাচের নজির ভেঙেই নতুন নজির গড়েন ঋষভ। তবে এ জন্য বিচলিত নন ঋদ্ধি। বলেন, ‘‘ভাঙার জন্যই রেকর্ড গড়া হয়। আমি কোনও দিনই আমার নিজের রেকর্ড নিয়ে ভাবিনি। ফিট হওয়ার পরে ঘরোয়া ক্রিকেটে যখন আবার খেলব, তখন দেখা যাবে। ভাল খেলেই ভারতীয় দলে ফিরে আসতে হবে।’’

ঋদ্ধির আশা, চলতি টেস্ট সিরিজে ভারত ভাল কিছু করবে। বলেন, ‘‘এই সিরিজে আমরা প্রথম ম্যাচেই জিতেছি। এটা ভাল ইঙ্গিত। বোলিংও ভাল হচ্ছে। এমন চললে আমরা নিশ্চয়ই সাফল্য পাব।’’ ভারতীয় দলে না থাকলেও বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখা ছাড়েননি ঋদ্ধি। বলেন, ‘‘কখন কার কী হয়, কেউ জানে না। বিশ্বকাপ দল বাছাই অবধি অপেক্ষা করব।’’

বিশ্বকাপের আগে আইপিএলে খেলতে পারেন তিনি। সেখানে দারুণ খেললে নির্বাচকদের আলোচনায় ফিরে আসতে পারেন তিনি। এই নিয়ে বলেন, ‘‘ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে ভাল খেললে নির্বাচকদের নজরে ফিরে আসতে পারি। তাই আশা ছাড়ছি না।’’ বিশ্বকাপে ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে ফেভারিট বলছেন বাংলার উইকেটকিপার। বলেন, ‘‘নিউজিল্যান্ড ডার্ক হর্স হতে পারে। তবে এই বিশ্বকাপে আফগানিস্তান অঘটন ঘটাতে পারে।’’

Cricket Test Border-Gavaskar Trophy 2018 India Australia Wriddhiman Saha Rishabh Pant
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy