মাদ্রিদ ডার্বি জিততে না পারার চব্বিশ ঘণ্টার মধ্যেই জিনেদিন জিদানকে নিয়ে শুরু হল বিতর্ক।
আগামী মরসুমে রিয়াল কোচ থাকবেন কিনা জিদান সেটা নিয়েই দেখা দিয়েছে ধোঁয়াশা। রিয়াল মানেই ম্যানেজারদের ছাঁটাই করতে অভ্যস্ত যে ক্লাব। শোনা যাচ্ছে, বড় কোনও ট্রফি না জিতলে জিদানকে সরিয়ে দেওয়া হবে। জিদানও জল্পনা বাড়িয়ে বলেন, ‘‘পরের মরসুমে আমি কোচ থাকব কি না সেই প্রশ্ন আমাকে করে লাভ নেই। আমার ওপরে যারা আছে তাদের জিজ্ঞেস করুন।’’
আতলেতিকোর বিরুদ্ধে রিয়াল ড্র করার কয়েক ঘণ্টার মধ্যেই মালাগার বিরুদ্ধে হারে বার্সেলোনা। তাতেও জিদান মনে করছেন, শেষ দিন পর্যন্ত গড়াবে লা লিগার লড়াই। ‘‘লা লিগার লড়াই শেষ দিন অবধি যাবে। আমাদের উচিত ছিল আতলেতিকো ম্যাচ থেকে তিন পয়েন্ট তোলা,’’ বলছেন জিদান। সঙ্গে তিনি যোগ করেন বায়ার্ন ম্যাচ জিততে হলে রক্ষণ আরও আঁটসাঁট করতে হবে দলকে। ‘‘গ্রিজম্যানের গোলটা খারাপ রক্ষণের জন্য হল। আমরা মনঃসংযোগ হারিয়েছিলাম বলেই গোলটা খেলাম। আরও সতর্ক থাকতে হবে,’’ বলছেন জিদান।