Advertisement
E-Paper

ইউনাইটেডে আশা, অন্ধকারে মহমেডান

অবনমনের আশঙ্কা বাড়ল মহমেডানে। এক পয়েন্ট পেয়ে ইউনাইটেড বরং সামান্য হলেও বাঁচার অক্সিজেন পেল। শনিবার গোয়ায় অবনমন বাঁচানোর ম্যাচ ছিল দুই টিমের। সেখানে সুব্রত ভট্টাচার্য টেনেটুনে পাস করলেও, সঞ্জয় সেন ডাহা ফেল। আই লিগে ডেম্পোর কাছে ০-১ হারল মহমেডান। সবথেকে চমকপ্রদ ব্যাপার, মহমেডান যাঁকে তাড়িয়ে দিয়েছিল সেই টোলগে ওজবেই গোল করে জেতালেন ডেম্পোকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৪ ০৫:১৬

অবনমনের আশঙ্কা বাড়ল মহমেডানে। এক পয়েন্ট পেয়ে ইউনাইটেড বরং সামান্য হলেও বাঁচার অক্সিজেন পেল।

শনিবার গোয়ায় অবনমন বাঁচানোর ম্যাচ ছিল দুই টিমের। সেখানে সুব্রত ভট্টাচার্য টেনেটুনে পাস করলেও, সঞ্জয় সেন ডাহা ফেল। আই লিগে ডেম্পোর কাছে ০-১ হারল মহমেডান। সবথেকে চমকপ্রদ ব্যাপার, মহমেডান যাঁকে তাড়িয়ে দিয়েছিল সেই টোলগে ওজবেই গোল করে জেতালেন ডেম্পোকে। টোলগের খেলা নিয়ে অবশ্য ম্যাচের আগে থেকেই আপত্তি জানিয়েছিল মহমেডান। চুক্তি অনুযায়ী মহমেডানের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলতে পারবেন না টোলগে, এমনটাই দাবি সাদা-কালো কর্তাদের। কিন্তু ফেডারেশন এ বিষয়ে কোনও ব্যবস্থা না নেওয়ায়, আইনি পথে যাওয়ার হুমকি দিল মহমেডান। ক্লাবের অন্যতম কর্তা রাজু আহমেদ বললেন, “ফেডারেশনকে আপত্তি জানিয়ে আগে থেকেই চিঠি দিয়েছিলাম। কিন্তু ফেডারেশন ব্যবস্থা নেয়নি। এ বার আইনি পথে যা করার করব।” এ দিকে ম্যাচে চোট পেয়ে এ মরসুমে জন্য ছিটকে গেলেন কলিন আব্রাঞ্চেস। ডেম্পোর কাছে হেরে মহমেডান ১২ নম্বরে রয়ে গেল ১৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে।

সালগাওকরের সঙ্গে ০-০ ড্র করল ইউনাইটেড। ২০ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ১০ নম্বর স্থানে ইউনাইটেড।

সমস্যায় সিএবি: সইদ মুস্তাক আলি টি-টোয়েন্টির মূলপর্বে আইপিএলের ক্রিকেটারদের খেলতে দেওয়ার অনুমতি চেয়ে বোর্ডকে চিঠি দেওয়ার কথা ভাবছে সিএবি। ৮-১৫ এপ্রিল মূলপর্বে বাংলা উঠলে দলে পাবে না লক্ষ্মীরতন শুক্ল, মনোজ তিওয়ারি-সহ আইপিএলের আট ক্রিকেটারকে। ফ্র্যাঞ্চাইজিদের শিবির থাকায়। সে জন্যই বোর্ডকে চিঠি দেওয়ার কথা ভাবছে সিএবি, শনিবার জানালেন যুগ্মসচিব সুজন মুখোপাধ্যায়। যে কারণে এ দিন নির্বাচকদের বৈঠক হওয়া সত্ত্বেও আঞ্চলিক পর্বের দল ঘোষণা হল না। মূলপর্বে লক্ষ্মীদের না পাওয়া গেলে কিছু জুনিয়রকে আঞ্চলিক পর্ব থেকেই স্ট্যান্ডবাই হিসেবে দলে রাখা হতে পারে। এ দিকে, রবিবার বিশাখাপত্তনমে লক্ষ্মীর নেতৃত্বে দেওধর ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামছে পূর্বাঞ্চল। প্রতিপক্ষ মধ্যাঞ্চল। শনিবার সিএবি-র প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ম্যাচে ভবানীপুর ক্লাব অভলিন ঘোষ (১৩৯) ও দীপ চট্টোপাধ্যায়ের (১০৮) সেঞ্চুরিতে ভূকৈলাশের বিরুদ্ধে ৮৫ ওভারে ৫২৭ তুলল।

mohamadan united iLeague goa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy