Advertisement
০১ মে ২০২৪

কাপ-কথা

কুড়ি দিন বাদে শুরু বিশ্বকাপ, কিন্তু এখনও বিতর্ক পিছু ছাড়ছে না ব্রাজিলের। এ বার বিতর্কের তালিকায় পেলের মূর্তি। যে মাঠে বিশ্বকাপ ফাইনাল, সেই মারাকানার ভিতরে পেলের ব্রোঞ্জ মূর্তি বসানোর কথা ছিল। ১৯৭০ সালে চেকস্লোভাকিয়ার বিরুদ্ধে পেলের করা গোলের আদলে বানানো হচ্ছিল ৩০০ কেজির এই মূর্তি।

শেষ আপডেট: ২৪ মে ২০১৪ ০৩:১৬
Share: Save:

পেলের মূর্তি নিয়ে ফের বিতর্ক

নিজস্ব প্রতিবেদন

কুড়ি দিন বাদে শুরু বিশ্বকাপ, কিন্তু এখনও বিতর্ক পিছু ছাড়ছে না ব্রাজিলের। এ বার বিতর্কের তালিকায় পেলের মূর্তি। যে মাঠে বিশ্বকাপ ফাইনাল, সেই মারাকানার ভিতরে পেলের ব্রোঞ্জ মূর্তি বসানোর কথা ছিল। ১৯৭০ সালে চেকস্লোভাকিয়ার বিরুদ্ধে পেলের করা গোলের আদলে বানানো হচ্ছিল ৩০০ কেজির এই মূর্তি। প্রথমে ঠিক ছিল মার্চেই উন্মোচন। কিন্তু সরকার পিছিয়ে দিয়েছে তারিখ। শোনা যাচ্ছে, বিশ্বকাপের সময়ে মূর্তি দেখার সৌভাগ্য কারও হবে না। যার পরই ব্রাজিল সরকারের দিকে আঙুল তুলেছেন ভাস্কর ইকে। যাঁর মতে, রাজনৈতিক কারণেই দিনটা পিছিয়ে দেওয়া হল। তাঁর কাজে নাকি বারবার নাক গলায় সরকার। তাই বিশ্বকাপের মধ্যে মূর্তির কাজ শেষ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইকে বলেন, “পেলের অস্ত্রোপচারের জন্য উদ্বোধন ডিসেম্বর থেকে পিছিয়ে মর্চে করা হয়। কিন্তু যে সচিব মারসিয়া লিন্স আমাকে মূর্তি গড়ার দায়িত্ব দিয়েছিলেন, মার্চে তিনি ইস্তফা দেন।” সঙ্গে ইকে আরও বলেন, “কাজটা রাজনৈতিক কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা পেলের প্রতি শ্রদ্ধার অভাব।”

বিশ্বকাপের বাঁশি

২০১০ বিশ্বকাপের ভুভুজেলার জবাব ব্রাজিল বিশ্বকাপের ‘ডায়াবোলিকা’। বেলজিয়ামের দুই তরুণের বানানো এই বাঁশি আকৃতি আর আওয়াজে কানফাটানো ভুভুজেলার থেকে একটু আলাদা। ডায়াবোলিকা অনায়াসে পকেটে ঢুকে যায়। আওয়াজ অনেকটা বিদ্যুৎ চালিত ‘হ্যান্ড ড্রিল’-এর মতো। যার শব্দের মাত্রা পৌঁছতে পারে ৯৮ ডেসিবেল পর্যন্ত। বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার আগেই প্রথম ১০ হাজার বাঁশি নিমেষে বিক্রি হয়ে গিয়েছে। সংখ্যাটা টুর্নামেন্টে ১০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে।

ছাঁটাই ডোনোভান

এক দশকেরও বেশি যুক্তরাষ্ট্রের ফুটবলের মুখ লেন্ডন ডোনোভানকে বিশ্বকাপের দল থেকে বাদ দিলেন কোচ য়ুরগেন ক্লিন্সম্যান। বিশ্বকাপে ১২ ম্যাচে পাঁচটি গোল করা ৩২ বছর বয়সি ডোনোভান বাদ যাওয়ার ইঙ্গিত অবশ্য আগেই পাওয়া গিয়েছিল। এপ্রিলে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে ডোনোভানকে রাখেননি ক্লিন্সম্যান।

সংখ্যায় বিশ্বকাপ

ব্রাজিল বিশ্বকাপের বল গড়ানোর আগেই রেকর্ড। এ বারে বিশ্বকাপ পুরস্কার অর্থ আর ব্যয়ের দিক থেকে ফিফার ইতিহাসে ইতিমধ্যেই জায়গা করে ফেলেছে। ব্রাজিল বিশ্বকাপের বিজয়ী দলের ফেডারেশন যেমন পাবে ৩৫ মিলিয়ন ডলার। ফিফার ব্যবসায়িক দিক থেকে লাভের অঙ্ক প্রায় ৪০০ কোটি ডলার। আর সংগঠক ব্রাজিলের বিশ্বকাপের খরচ? প্রায় ১৪০০ কোটি ডলার। ব্রাজিলের ৬৪টি ম্যাচের জন্য ৩০ লক্ষ টিকিট প্রায় শেষ। টিকিট বিক্রির ক্ষেত্রে যা ফিফার রেকর্ড।

মাতেরাজ্জির বাজি

দেশ ইতালি নয়, বরং মার্কো মাতেরাজ্জি এ বার চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন জার্মানিকে। ২০০৬ বিশ্বকাপে জিনেদিন জিদানকে মাথা দিয়ে ঢুঁসো মেরে রাতারাতি বিখ্যাত হয়ে যান প্রাক্তন ইতালি ডিফেন্ডার। এক অনুষ্ঠানে বেঙ্গালুরুতে এসে তিনি বলেন, “ব্রাজিল, জার্মানি আর স্পেন বিশ্বকাপের বড় দাবিদার এ বার। তবে মনে হয় শেষ পর্যন্ত জার্মানি চ্যাম্পিয়ন হবে। টিমটাকে বিশ্বকাপের কথা মাথায় রেখেই এত বছর ধরে তৈরি করা হয়েছে।”

অস্ত্রোপচারের পরে হুইলচেয়ারে হাসপাতাল ছাড়ছেন
উরুগুয়ের ফুটবলার সুয়ারেজ। মন্টেভিডিওয়। ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE