Advertisement
০৫ মে ২০২৪

কাপ কথা

ব্রাজিল বিশ্বকাপে নতুন সমস্যা। লোডশেডিং। যার ধাক্কায় রবিবার আলজিরিয়া আর দক্ষিণ কোরিয়ার মধ্যে ম্যাচ চলাকালীন রিও দে জেনেইরো সংলগ্ন কয়েকটি এলাকায় প্রভাব পড়ে। পর্যটকে ঠাসা রিও-র দক্ষিণেও বেশ কিছুক্ষণের জন্য বিদুৎ ছিল না। প্রশাসনের কর্তারা জানিয়েছেন গোটা বোটাফোগো অঞ্চলই কিছুক্ষণের জন্য বিদুতের সরবরাহ ব্যহত হয়েছে। তাই এই সমস্যা। তবে কোপাকাবানা সংলগ্ন এলাকায় অবশ্য লোডশেডিংয়ের প্রভাব পড়েনি। স্থানীয় বাসিন্দারা অনেকেই আবার অবাক।

শেষ আপডেট: ২৪ জুন ২০১৪ ০৫:৫৪
Share: Save:

লোডশেডিং

ব্রাজিল বিশ্বকাপে নতুন সমস্যা। লোডশেডিং। যার ধাক্কায় রবিবার আলজিরিয়া আর দক্ষিণ কোরিয়ার মধ্যে ম্যাচ চলাকালীন রিও দে জেনেইরো সংলগ্ন কয়েকটি এলাকায় প্রভাব পড়ে। পর্যটকে ঠাসা রিও-র দক্ষিণেও বেশ কিছুক্ষণের জন্য বিদুৎ ছিল না। প্রশাসনের কর্তারা জানিয়েছেন গোটা বোটাফোগো অঞ্চলই কিছুক্ষণের জন্য বিদুতের সরবরাহ ব্যহত হয়েছে। তাই এই সমস্যা। তবে কোপাকাবানা সংলগ্ন এলাকায় অবশ্য লোডশেডিংয়ের প্রভাব পড়েনি। স্থানীয় বাসিন্দারা অনেকেই আবার অবাক। “ছুটির দিন এ ভাবে বিদুৎ না থাকার ব্যাপারটা প্রায় হয়ই না। বেশ আশ্চর্যের তো,” বলেন রিও-র এক বাসিন্দা। আর এক স্থানীয় বাসিন্দা বলেন, “এমনিতেই সমস্যায় আমরা জেরবার। তার উপর আবার উটকো ঝামেলা শুরু হল। যতক্ষণ বিয়ার ঠান্ডা থাকবে আমরা শান্ত আছি। তারপর কী হবে কেউ জানে না।”

সাসপেন্ড সং

ক্রোয়েশিয়া ম্যাচে মান্দজুকিজকে বিশ্রী ফাউল করে লালকার্ড দেখেছিলেন। এ বার শাস্তি স্বরূপ তিন ম্যাচ সাসপেন্ড হলেন ক্যামেরুনের ফুটবলার অ্যালেক্স সং। ‘আফ্রিকার সিংহ’দের এ বারের বিশ্বকাপ অভিযানে মারপিট লেগেই রয়েছে। মাঠে বিপক্ষের ফুটবলারদেরই শুধু নয়, নিজেদের মধ্যেও। ক্রোয়েশিয়া ম্যাচেরই শেষের দিকে ডিফেন্ডার একোটো কথাকাটাকাটি হওয়ার পর মাথা দিয়ে গুঁতো দেন সতীর্থ মৌকাঞ্জোকে। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ০-১ হারার পর ক্রোয়েশিয়ার কাছে ০-৪ বিধ্বস্ত হওয়ায় ব্রাজিল বিশ্বকাপের বাইরে চলে গিয়েছে স্যামুয়েল এটোর টিম।

নিশানায় রেফারি

বেজায় চটে রয়েছেন বসনিয়া সমর্থকরা। নাইজিরিয়ার কাছে শনিবার হারের পর এমনিতেই বিশ্বকাপের বাইরে চলে গিয়েছে টিম। তার উপর আবার ওই ম্যাচের শেষে রেফারি পিটার ও’লিয়ারি বসনিয়ার গোলকিপার ভিনসেন্ট এনিয়েমার সঙ্গে প্রায় উৎসবে মেতেছিলেন। যে ছবি ক্যামেরায় ধরা পড়তেই ফিফায় ২০ হাজার সমর্থকের স্বাক্ষর-সহ নালিশ ঠুকে দিয়েছেন বসনিয়ার সমর্থকরা। তাঁদের দাবি, ম্যাচের শুরুতে এডিন জেকোর ন্যায্য গোল দেননি রেফারি। তার উপর নাইজিরিয়ার পিটার ওডেম উইঙ্গির যে গোলে বসনিয়া ম্যাচ হারে সেটা করার সময়ও নাকি রেফারি যোগ্য ফাউল দেননি। তাই নিউজিল্যান্ডের রেফারি ও’লিয়ারিকে অবিলম্বে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। বসনিয়ার তারকা জেকোও বলেন, “আমাদের ওই ম্যাচটা জেতা উচিত ছিল। কিন্তু রেফারি যা করলেন তার জন্য লজ্জা হওয়া উচিত। আমরা দেশে ফিরে যাচ্ছি। ওই রেফারিকেও দেশে পাঠিয়ে দেওয়া উচিত।”

মুন্তারির সমাজসেবা

শুধু দেশকে জেতানোর দায়িত্বই নয়, মানবিক দায়িত্বও পালন করতে নেমে পড়েছেন ঘানার সুলে মুন্তারি। শনিবার জার্মানির বিরুদ্ধে তাঁর দল ড্র করে এখনও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে তাঁর টিম। তার ঠিক আগে পেলে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় দুঃস্থদের অর্থ ও খাবার দেন মুন্তারি। পয়েন্টের দিক থেকে গ্রুপ ‘জি’র শীর্ষে জার্মানি ও যুক্তরাষ্ট্র। নক আউটে যেতে হলে পর্তুগালকে হারাতে হবে ঘানাকে পাশাপাশি তাকিয়ে থাকতে হবে জার্মানি-ঘানা ম্যাচের দিকেও।

বিদায়ী ম্যাচে জয়ে ফিরলেন ভিয়ারা

স্পেন-৩ (ভিয়া, তোরেস, মাতা)
অস্ট্রেলিয়া-০

একে বিদায়ী ম্যাচ। তাও নিয়মরক্ষার। গ্রুপ লিগে সেই শেষ ম্যাচেই ছন্দে ফিরল গত বারের চ্যাম্পিয়ন স্পেন। পুরনো মেজাজে খেলেই সোমবার ভিসেন্তে দেল বস্কির দল অস্ট্রেলিয়াকে হারাল ৩-০। ফুটবল বিশেষজ্ঞদের মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই হয়তো নিজেদের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলে ফেললেন স্পেনের জাভি, ইনিয়েস্তা, দাভিদ ভিয়ারা। নিজেদের শেষ বিশ্বকাপ ম্যাচ স্মরণীয় রাখতে তাই এ দিন চেষ্টার কমতি ছিল না ‘লা রোখা’ ব্রিগেডে। যা বিশ্বকাপের গত দুই ম্যাচে দেখা যায়নি। যার ফলশ্রুতি, এ বারের বিশ্বকাপে প্রথম খেলতে নেমেই স্পেনকে এ গিয়ে দেন দাভিদ ভিয়া। প্রথমার্ধের শেষ দিকে হুয়ানফ্রানের থেকে বল পেয়ে ভিয়া গোল করতেই ম্যাচের দখল নিয়ে নেয় দেল বস্কির দল। কার্ড সমস্যায় বিপক্ষের টিম কাহিল না থাকায় অস্ট্রেলিয়াকে চূর্ণ করতে অসুবিধা হয়নি স্পেনের। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে স্প্যানিশদের দ্বিতীয় গোল ফের্নান্দো তোরেসের। তবে দু’টি গোলের পিছনেই ছিল দেশের হয়ে এ দিন শততম ম্যাচ খেলতে নামা ইনিয়েস্তার। স্পেনের তৃতীয় গোলদাতা হুয়ান মাতা।

ম্যাচের সেরা দাভিদ ভিয়া

ব্রাজিল বিশ্বকাপে প্রথম মাঠে নেমেই গোল। প্রথম দু’ম্যাচে তাঁকে না খেলানোটা যে ভুল ছিল সেটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমার্ধের গোলেই প্রমাণ করে দিলেন দাভিদ ভিয়া। স্পেনের সমর্থকদের এমন টুইটও ভাসতে দেখা গেল সোমবার। সঙ্গে আক্ষেপ, ভিয়া মাঠে থাকলে হয়তো এত বিশ্রী হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হত না। ৩২ বছরের নিউ ইয়র্ক সিটি স্ট্রাইকার লোনে এখন খেলেন মেলবোর্ন সিটিতে। জাতীয় দলের জার্সিতে এই নিয়ে ৯৭ ম্যাচে ৫৯ গোলও করে ফেললেন স্প্যানিশ স্ট্রাইকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifaworldcup fifa world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE