Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কাপ কথা

মেসি, নেইমার, রবেন, রদ্রিগেজ না অন্য কেউ? এ বার বিশ্বকাপের সেরা তারকা কে? ফিফার র‌্যাঙ্কিং পয়েন্টের বিচারে অবশ্য এদের কেউই এগিয়ে নেই। বরং সবার উপরে ব্রাজিলীয় ডিফেন্ডার দাভিদ লুইস। ফিফার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালের পর ৯.৭৯ পয়েন্ট পেয়ে বিশ্বের সেরা ফুটবলারদের তালিকার শীর্ষে তিনিই।

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৪ ০৩:৪৬
Share: Save:

সেরা দশে নেই মেসি

মেসি, নেইমার, রবেন, রদ্রিগেজ না অন্য কেউ? এ বার বিশ্বকাপের সেরা তারকা কে? ফিফার র‌্যাঙ্কিং পয়েন্টের বিচারে অবশ্য এদের কেউই এগিয়ে নেই। বরং সবার উপরে ব্রাজিলীয় ডিফেন্ডার দাভিদ লুইস। ফিফার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালের পর ৯.৭৯ পয়েন্ট পেয়ে বিশ্বের সেরা ফুটবলারদের তালিকার শীর্ষে তিনিই। শুক্রবার ফোর্তালেজায় যাঁদের বিরুদ্ধে নামছে ব্রাজিল, সেই কলম্বিয়ার সেরা তারকা হামেস রদ্রিগেজ এই তালিকায় দু’নম্বরে। ৯.৭৪ পয়েন্ট নিয়ে তিনি লুইসের পরেই রয়েছেন। নেইমার ও মেসি এই তালিকায় ভাল জায়গায় নেই। নেইমার যেখানে আছেন ছ’নম্বরে, মেসি প্রথম দশেই নেই, রয়েছেন ১১-য়। নেইমারের সংগ্রহে ৯.৫৯। আর মেসির ৯.৪৫। ফাইনালের লড়াইয়ে যেতে যেতে অবশ্য এই হিসাবে অনেক ওলোট-পালোট হবে।

ফাইনালে শাকিরা

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেনিফার লোপেজ। বিশ্বকাপের শেষ দিন ফাইনালের আগে যে সমাপ্তি অনুষ্ঠান হবে, তাতে থাকবেন শাকিরা। উদ্বোধনে শাকিরাকে মঞ্চে দেখতে না পেয়ে অনেকেই হতাশ হয়েছিলেন। কারণ, এর আগে দু’বার শাকিরা বিশ্বকাপের আসর মাতিয়ে দিয়েছিলেন তাঁর নিজস্ব স্টাইলে পারফর্ম করে। শেষ দিন সেই শাকিরার মঞ্চে ওঠার খবর শুনে উচ্ছ্বসিত অনেকেই। ফেসবুক-টুইটারে তার প্রতিফলনও পাওয়া গিয়েছে। মারাকানা স্টেডিয়ামে শাকিরার সঙ্গে থাকবেন বিশ্বখ্যাত গিটারিস্ট কার্লোস সান্তানা, র‌্যাপার উইকলেফ ও ব্রাজিলীয় গায়ক আলেকজান্দ্রে পিরেস। স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের স্ত্রী শাকিরা বলেছেন, “ওই দিন আমার ‘লা লা লা (ব্রাজিল ২০১৪)’ গানটা শোনাব। আমি রোমাঞ্চিত।”

টিকিট কেলেঙ্কারি

এমন জায়গা থেকে বিশ্বকাপের টিকিট পাওয়া যাচ্ছে, যেখান থেকে তা পাওয়ার কথা নয়। এমনকী যে টিকিট বিক্রি হওয়ার কথা নয়, তাও বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠল। এই কাজ করার একটি চক্রেরও সন্ধান পাওয়া গিয়েছে বলে ব্রাজিল পুলিশের দাবি। ১১ জনকে গ্রেফতার করে তারা না কি জানতে পেরেছে, এই কুকীর্তিতে যুক্ত আছেন ব্রাজিলীয় তারকা ফুটবলার রোনাল্ডিনহোর দাদা রবার্তো। ব্রাজিল, আর্জেন্তিনা ও স্পেনের ফেডারেশনের কয়েকজন কর্তাকে নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। স্পনসর, বিভিন্ন ফেডারেশন, খেলোয়াড় ও এনজিও-র কাছে যে টিকিট যাওয়ার কথা, সেই টিকিট বিক্রি হচ্ছে বলে অভিযোগ। রোনাল্ডিনহোর দাদাকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifaworldcup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE