Advertisement
২১ মে ২০২৪
বাঁচতে মরিয়া সঞ্জয়-সুব্রত

ডেম্পো ম্যাচের আগে ফের হাজির টোলগে বিতর্ক

মাণ্ডবী নদীর তীরে ফের জমজমাট টোলগে বিতর্ক। যার কেন্দ্রবিন্দুতে অস্ট্রেলীয় স্ট্রাইকারের পুরনো ক্লাব মহমেডান। শনিবার ফতোরদায় নেহরু টোলগে ওজবের ডেম্পোর বিরুদ্ধে খেলতে নামবে সঞ্জয় সেনের মহমেডান। অবনমনের আওতায় থাকা পেন-লুসিয়ানোদের কাছে এটা মরণ-বাঁচন ম্যাচ। তার আগে হঠাৎ বিতর্ক কেন?

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০১৪ ০৩:৫৪
Share: Save:

মাণ্ডবী নদীর তীরে ফের জমজমাট টোলগে বিতর্ক। যার কেন্দ্রবিন্দুতে অস্ট্রেলীয় স্ট্রাইকারের পুরনো ক্লাব মহমেডান।

শনিবার ফতোরদায় নেহরু টোলগে ওজবের ডেম্পোর বিরুদ্ধে খেলতে নামবে সঞ্জয় সেনের মহমেডান। অবনমনের আওতায় থাকা পেন-লুসিয়ানোদের কাছে এটা মরণ-বাঁচন ম্যাচ। তার আগে হঠাৎ বিতর্ক কেন? গত বছরের শেষে মহমেডান ছেড়ে ডেম্পোতে সই করার সময় কলকাতার দলটির সঙ্গে এক অভিনব চুক্তি হয় অস্ট্রেলীয় স্ট্রাইকারের। যেখানে বলা ছিল, ২০১৪-১৫ মরসুমে মহমেডানের বিরুদ্ধে কোথাও খেলতে পারবেন না টোলগে। কিন্তু ফেডারেশনের তরফে আই লিগের সিইও সুনন্দ ধর জানিয়েছেন, “মহমেডান টোলগের বকেয়া টাকা এখনও না মেটানোয় ডেম্পো স্ট্রাইকার ফেডারেশনের কাছে আবেদন করেছিলেন। ফেডারেশন তা পাঠিয়ে দেয় স্ট্যাটাস কমিটির কাছে। শুক্রবার বিকেল চারটে পর্যন্ত মহমেডানকে সময় দেওয়া হয়েছিল বকেয়া মেটানোর জন্য। কিন্তু মহমেডানের তরফে নির্ধারিত সময়ের মধ্যে টাকা না পাঠানোয় ফেডারেশন টোলগেকে শনিবার খেলার অনুমতি দিয়েছে।”

যা শুনে রীতিমতো ক্ষুব্ধ মহমেডান কর্তারা। দলের শীর্ষ কর্তা কামারুদ্দিন বলছেন, “চুক্তির পরেও ও খেললে কী করা যাবে। তবে আমাদের অনুকূলে আইনি কাগজপত্র ও প্রমাণ রয়েছে। ও আগে খেলুক তার পর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে।” যদিও চোটে কাবু টোলগে শনিবার পুরনো ক্লাবের বিরুদ্ধে নামতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এই মুহূর্তে আই লিগের মূল্যবান তিন পয়েন্টের খোঁজে গোয়ায় হাজির বাংলার দুই দল। তেরো দলের লিগে কুড়ি পয়েন্ট নিয়ে সুব্রত ভট্টাচার্যের ইউনাইটেড স্পোর্টস যখন এগারো নম্বরে। তখন আর এক দল সঞ্জয় সেনের মহমেডান স্পোর্টিং সতেরো পয়েন্ট নিয়ে রয়েছে দ্বাদশ স্থানে। এই পরিস্থিতিতে শনিবার ইউনাইটেডের মহামূল্য পয়েন্ট সংগ্রহের ম্যাচ সালগাওকরের বিরুদ্ধে।

ডেম্পোর বিরুদ্ধে মহমেডান পাচ্ছে না নবি, লুসিয়ানোকে। তবে সেটাকে গুরুত্ব দিচ্ছেন না তাঁদের কোচ। সাদা-কালো শিবিরের চিন্তা বরং গোয়ার আর্দ্রতা নিয়ে। অবনমনের রক্তচক্ষু এড়াতে স্যাটারডে নাইটে তিন পয়েন্ট ঝুলিতে ঢুকবে? জবাবে সঞ্জয়, সুব্রত দু’জনেই সতর্ক। মহমেডান কোচ সঞ্জয় ফোনে বললেন, “তিন পয়েন্ট চাই। কিন্তু তার জন্য সাহসী হতে গিয়ে শূন্য হাতে হেরে ফেরা চলবে না। এক পয়েন্ট হলেও চলবে। এখন ওই এক পয়েন্টও গুরুত্বপূর্ণ। পয়েন্ট চাই ডেম্পো ম্যাচ থেকে।”

আর শুক্রবার সকালে গোয়ায় পা দেওয়া সুব্রত ভট্টাচার্য? সালগাওকরের বিরুদ্ধে নামার আগে তিনি আবার বলছেন, “র্যান্টি, বিনীতদের মতো তিন জন অন্য দলে চলে গিয়েছে। আর সংগ্রাম, লালকমলদের মতো পাঁচ ফুটবলারের চোট। শনিবার পয়েন্ট পেতে গেলে দেখেশুনে এগোতে হবে। রক্ষণাত্মক স্ট্র্যাটেজিতে শুরু করে পরের দিকে তিন পয়েন্টের জন্য আক্রমণ বাড়াতেও পারি।”

শনিবারে আই লিগ ফুটবল

মহমেডান: ডেম্পো (মারগাও ৬-০০)

ইউনাইটেড: সালগাওকর (ভাস্কো ৫-০০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dempo tolge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE