Advertisement
২২ মে ২০২৪
জার্মান-ঝড় আর তিকিতাকায় মাতবে চ্যাম্পিয়ন্স লিগ

দুঃস্বপ্নের ম্যাচের আগে যৌন কেলেঙ্কারিতে ম্যান ইউ ত্রয়ী

বিতর্ক যেন ছাড়তেই চাইছে না ডেভিড মোয়েসের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার রাতে রেড ডেভিলস-এর সামনে পেপ গুয়ার্দিওলার বায়ার্ন মিউনিখ। বুন্দেশলিগা জিতে যাঁরা এ বার স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ফের মিউনিখে নিয়ে যেতে। কিন্তু তার আগে যৌন কেলেঙ্কারি হয়রানি বাড়িয়েছে ম্যান ইউ শিবিরে। যার কেন্দ্রবিন্দুতে মোয়েসের দলের ‘বিস্ময় বালক’ আদনান জানুজাজ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৪ ০৩:২৮
Share: Save:

বিতর্ক যেন ছাড়তেই চাইছে না ডেভিড মোয়েসের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার রাতে রেড ডেভিলস-এর সামনে পেপ গুয়ার্দিওলার বায়ার্ন মিউনিখ। বুন্দেশলিগা জিতে যাঁরা এ বার স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ফের মিউনিখে নিয়ে যেতে। কিন্তু তার আগে যৌন কেলেঙ্কারি হয়রানি বাড়িয়েছে ম্যান ইউ শিবিরে। যার কেন্দ্রবিন্দুতে মোয়েসের দলের ‘বিস্ময় বালক’ আদনান জানুজাজ।

কী করেছেন ‘ওয়ান্ডার কিড’ জানুজাজ? ব্রিটিশ ট্যাবলয়েডগুলিতে প্রকাশিত খবর অনুযায়ী, সোনালি চুলের এক আইরিশ সুন্দরীর সঙ্গে অনলাইনে বন্ধুত্ব পাতিয়েছিলেন জানুজাজ। মহিলা তিন সন্তানের মা। তার পর সেই মহিলার সঙ্গে ‘সেক্স চ্যাট’ (যৌন ইঙ্গিতপূর্ণ আলোচনা) করেছেন তিনি। শুধু জানুজাজ একা নয়, তাঁর সঙ্গে নাম জড়িয়েছে দলের আর এক ফুটবলার শিনজি কাগাওয়া এবং রিজার্ভ গোলকিপার স্যাম জনস্টনের। যা পুরেপুরি ফাঁস হয়ে গিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েডগুলিতে। ক্লেয়ার ম্যাকমুলান নামে ২৮ বছর বয়স্ক ওই মহিলা মিডিয়াকে ওই সেক্স চ্যাটের খুল্লামখুল্লা বিবরণ জানাতে গিয়ে বলেছেন, “ওরা তিন জনেই অনলাইনে দুর্দান্ত সময় কাটিয়েছে আমার সঙ্গে। জানুজাজের সঙ্গে কথা বলে বুঝলাম স্ট্রিপটিজটা ওর প্রিয় বিনোদন। হি ইজ আ রিয়াল হর্নি ডেভিল।” ওই মহিলা আরও জানিয়েছেন, এই বিনোদন চেটেপুটে উপভোগ করেছেন শিনজি কাগাওয়াও। আর স্যাম জনস্টন রসিকতার মোড়কে আবেদন জানিয়েছিলেন, তিন জনের সঙ্গেই কামলীলায় মেতে ওঠার জন্য। তবে তিন জন না চার জন এই ঘটনার সঙ্গে জড়িত তা নিয়ে বিতর্ক রয়েছে। কোনও কোনও ট্যাবলয়েড জানিয়েছে, মোয়েসের দলের আরও এক ফুটবলার এই ‘সেক্স চ্যাট’-এ অংশ নিয়েছিলেন। তিনি নাকি লাস্যময়ী ক্লেয়ারকে অশ্লীল ছবিও পাঠিয়েছেন। তবে সেই নামটি ওই মহিলা প্রকাশ্যে আনেননি।

বায়ার্ন ম্যাচের আগে ঠিক এই ঘটনাতেই হাড়ে হাড়ে চটেছেন ম্যান ইউ বস ডেভিড মোয়েস। দলের দায়িত্ব নিয়েই যিনি এ জাতীয় ঘটনায় তাঁর কোনও ফুটবলার যাতে না জড়ায় তা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু জানুজাজরা তা বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানোয় তিনি বেশ ক্ষুব্ধ। তবে কাগাওয়া, জানুজাজরা এ দিন দলের সঙ্গে পুরোদমেই অনুশীলন করেছেন। প্র্যাকটিসের মাঝে স্প্রিঙ্কলার থেকে জল ছিটিয়ে কোচের সঙ্গে তাঁদের মজা করতেও দেখা যায়। এমনকী এ দিন অনুশীলনের পর কাগাওয়াকে প্রথম দলে রাখার ব্যাপারে মিডিয়াকে ইঙ্গিতও দিয়ে গিয়েছেন ম্যান ইউ কোচ।

এমনিতেই রুনিদের খেলায় আলো-আঁধারির ছোঁয়া। ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁরা যখন সপ্তম, তখন বুন্দেশলিগায় গুয়ার্দিওলার বায়ার্ন চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে সাত ম্যাচ বাকি থাকতেই। শনিবার অ্যাস্টন ভিলাকে ৪-১ উড়িয়ে হারানো মনোবল বেশ খানিকটা ফিরিয়ে আনতে পেরেছেন বলে দাবি মোয়েসের।

ম্যান ইউ ভক্তদের আশা, বায়ার্ন হয়তো এ বার ‘ল অফ অ্যাভারেজ’-এর শিকার হতে পারে। গত ৫ অক্টোবরের পর শনিবার ঘরের মাঠে আলিয়াঞ্জ এরিনায় তারা ৩-৩ আটকে গিয়েছে টিএসজি ১৮৯৯-এর কাছে। রেড ডেভিলস সমর্থকরা এখন স্বপ্ন দেখছেন, ওল্ড ট্র্যাফোর্ডেও যদি পিছলে যায় গুয়ার্দিওলার দল।

রায়ান গিগস, ফিল জোন্সের কেউ কেউ বায়ার্নের বিরুদ্ধে শেষ আটের লড়াই ‘বেশ কঠিন’ বলে মেনে নিয়েও বলছেন, “মরসুমের সেরা ম্যাচটায় আমরা সহজে লড়াই ছাড়ব না। ওরা সাত ম্যাচ আগে বুন্দেশলিগা জিতে ওল্ড ট্র্যাফোর্ডে পা দিলেও এটা চ্যাম্পিয়ন্স লিগ। দর্শকদের সমর্থনটাও আমাদের বাড়তি অ্যাডভান্টেজ।” মোয়েসও এই মন্তব্য সুর মিলিয়ে বলেছেন, “বায়ার্নের কিছু ভুলভ্রান্তি কিন্তু আমার নোটবুকেও রয়েছে। আন্ডারডগ হলেও সহজে আমাদের উড়িয়ে দেওয়া যাবে না।” তিনি আরও বলেন, “ঘরের মাঠে জিততে চাই। তাহলে কোমরে জয়ের বেল্ট জড়িয়ে মিউনিখে অ্যাওয়ে ম্যাচে নামতে পারব।”

আক্রমণে রুনি বনাম রবেন, গোলে দি গিয়া বনাম ম্যানুয়েল ন্যয়ার সব লড়াইয়েই তুল্যমূল্য বিচারে পাল্লা যদিও ভারি ব্যাভেরিয়ার দলের। চোট-আঘাত, কার্ড সমস্যাতেও গুয়ার্দিওলার চেয়ে চিন্তা বেশি মোয়েসেরই। কার্ড সমস্যায় মোয়েস যেমন পাবেন না প্যাট্রিস এভ্রাকে। তেমনই বায়ার্নকে খেলতে হবে দাঁতেকে বাদ দিয়ে। চোটের জন্য জল্পনা রয়েছে আলেকজান্দার বাটনার, রাফায়েলকে নিয়েও। উল্টেদিকে, বায়ার্নও চোটের কারণে থিয়াগো আলকান্তারাকে বাদ দিয়েই ম্যাচ বের করার অঙ্ক সাজাচ্ছে। তবে ম্যান ইউ রক্ষণে জনি ইভান্স এবং ক্রিস স্মলিং ফিরে আসায় নিজের ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে কিছুটা ভরসা পাচ্ছেন ডেভিড মোয়েস।

আজ চ্যাম্পিয়ন্স লিগে
ম্যান ইউ-বায়ার্ন মিউনিখ (টেন অ্যাকশনে রাত ১২-১৫)
বার্সেলোনা-আটলেটিকো (টেন স্পোর্টসে রাত ১২-১৫)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

champions league manchester united
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE