Advertisement
E-Paper

প্রধানমন্ত্রীর টুইটার-শুভেচ্ছা

শুভকামনা ক্যাপ্টেন কুল এম এস ধোনি। লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো, দারুণ নেতৃত্ব দাও আর ভারতকে গর্বিত করো। তোমাকে যতটা চিনি, আমি নিশ্চিত তুমি পারবে।

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:৪৮

• শুভকামনা ক্যাপ্টেন কুল এম এস ধোনি। লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো, দারুণ নেতৃত্ব দাও আর ভারতকে গর্বিত করো। তোমাকে যতটা চিনি, আমি নিশ্চিত তুমি পারবে।


• আমাদের টগবগে, উজ্জ্বল ভাইস ক্যাপ্টেন বিরাট কোহলির জন্য শুভেচ্ছা। অভিযানে নিজের সেরাটা দাও। গোটা দেশ অনেক আশা নিয়ে তোমার দিকে তাকিয়ে আছে।


• বেস্ট উইশেস শিখর ধবন। প্রতিবার মাঠে নেমে ভারতকে একটা দারুণ শুরু উপহার দাও। প্রচুর প্রচুর রান করো। আমরা সবাই তোমার জন্য গলা ফাটাব।


• একদিনের ক্রিকেটে জোড়া ডাবল সেঞ্চুরির মালিক একমাত্র ব্যাটসম্যান, রোহিত শর্মার গুণমুগ্ধ ভক্তের সংখা লাখ লাখ। তুমি আমাদের গর্ব!


• শুভেচ্ছা রইল তরুণ বন্ধু অজিঙ্ক রাহানে। বিশ্বকাপ অসাধারণ কাটুক। এই বিশাল সুযোগটা দারুণ ভাবে কাজে লাগানোর চেষ্টা করো।

• সুরেশ রায়না মাঠে সর্বদা ফিল্ডিংয়ে তুখোড় আর ব্যাট হাতে বিধ্বংসী। এ বারও ওদের মেরে পার্কের বাইরে পাঠিও। বাউন্সারগুলোও ছেড়ো না :)


• টুর্নামেন্টটা দারুণ কাটুক অম্বাতি রায়াডু। আমি জানি তোমার ব্যাট রান করেই চলবে আর টুর্নামেন্টে তুমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


• স্যার জাডেজার কে না ফ্যান? তোমার অলরাউন্ড পারফরম্যান্সে ভারত জিতছে, এটা দেখার জন্য মুখিয়ে আছি!


• বয়স কম হলেও অক্ষর পটেল স্পিন আর বাউন্সে বড় বড় ব্যাটসম্যানকে বোকা বানাতে পারে। চাপমুক্ত থেকে নিজের সেরাটা দিও!


• বেস্ট অব লাক ভুবনেশ্বর। প্রতিটা ম্যাচ আমাদের পক্ষে সুইং করাও। তুমি যত তাড়াতাড়ি ব্রেকথ্রু করবে, তত তাড়াতাড়ি ম্যাচ জিতব আমরা!


• আমাদের তরুণ তুর্কি পেসার মোহিত শর্মা দারুণ লাইন আর লেংথে বলটা রাখে। তুমি দলের সম্পদ। শুভেচ্ছা রইল।


• চাইব আমার তরুণ, প্রতিভাবান বন্ধু মহম্মদ শামির বিশ্বকাপ অসাধারণ কাটুক। ভাল খেলো আর উইকেটগুলো নিও।


• অলরাউন্ড পারফরম্যান্সে স্টুয়ার্ট বিনি আমাদের সবাইকে তাক লাগিয়েছে। বিশ্বকাপের জন্য শুভেচ্ছা রইল।


• গুডলাক উমেশ যাদব। তোমার গতি আর রিভার্স সুইং দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ধরাশায়ী করে দিও।


• আমি জানি তোমার স্পিন খেলতে গিয়ে ব্যাটসম্যানদের সমস্যায় পড়তে হবেই। দেশকে জিতিয়ে ফিরো রবি অশ্বিন। দারুণ খেলো! শুভেচ্ছা রইল।

icc world cup modi twitter wishes world cup 2015
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy