Advertisement
E-Paper

বেল গোল পেলেও হার রিয়ালের

মার্কিন মুলুকে সপ্তাহ শেষটা ভাল কাটল না বিশ্ব ফুটবলের দুই বর্ষীয়ান কোচের! দু’জনের ক্ষেত্রেই পুরোভাগে ইতালির দুই ক্লাব। এঁদের মধ্যে প্রথম জন রিয়াল কোচ কার্লো অ্যান্সেলোত্তি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে টাইব্রেকারে হারলেন ইন্টার মিলানের কাছে। আর দ্বিতীয় জন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ লুই ফান গল একই টুর্নামেন্টে এএস রোমাকে হারালেও দলের খেলায় সন্তুষ্ট নন!

লস অ্যাঞ্জেলেস

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৪ ০৩:০১
দুরন্ত গোলে ফান গলের মন জিতলেন রুনি। ছবি: এএফপি।

দুরন্ত গোলে ফান গলের মন জিতলেন রুনি। ছবি: এএফপি।

মার্কিন মুলুকে সপ্তাহ শেষটা ভাল কাটল না বিশ্ব ফুটবলের দুই বর্ষীয়ান কোচের! দু’জনের ক্ষেত্রেই পুরোভাগে ইতালির দুই ক্লাব।

এঁদের মধ্যে প্রথম জন রিয়াল কোচ কার্লো অ্যান্সেলোত্তি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে টাইব্রেকারে হারলেন ইন্টার মিলানের কাছে। আর দ্বিতীয় জন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ লুই ফান গল একই টুর্নামেন্টে এএস রোমাকে হারালেও দলের খেলায় সন্তুষ্ট নন!

বার্কলেতে ক্যালিফোর্নিয়া মেমোরিয়াল স্টেডিয়ামে ইন্টার মিলানের বিরুদ্ধে খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠ থেকে ২৫ গজের দুরন্ত শটে স্পেনের দলটিকে এগিয়ে দেন গ্যারেথ বেল। অবশ্য তারও আগে গোল পেতে পারতেন বেল। তিন মিনিটের মাথায় তাঁর হেড পোস্টে লেগে ফিরে আসে। তবে গোল খাওয়ার পরেই ম্যাচে ফেরে ইন্টার। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ইন্টারকে সমতায় ফেরান মাউরো ইকার্দি। পেনাল্টি শুটআউটে রিয়ালের ইস্কো এবং ইয়ারামেন্দি মিস করায় ম্যাচ পকেটে পুরে নেয় ইন্টার মিলান।

ম্যাচের পর হারার জন্য হতাশা প্রকাশ করলেও বেলকে নিয়ে উচ্ছ্বসিত অ্যান্সেলোত্তি। বলেন, “৪০ দিন ছুটি কাটিয়ে বেল এখন বেশ তরতাজা। এই মরসুমে ও আগের চেয়ে আরও ভাল পারফর্ম করবে বলেই আসা রাখছি।”

ডেনভারে অন্য ম্যাচে এএস রোমাকে ৩-২ হারালেও দলের খেলা নিয়ে সন্তুষ্ট নন ম্যান ইউ কোচ ফান গল। তবে দুই গোলদাতা হুয়ান মাতা এবং ওয়েন রুনির খেলা মনে ধরেছে ডাচ কোচের। দলের প্রত্যাশিত ফর্ম দেখতে না পাওয়ার পিছনে মার্কিন মুলুকের তীব্র গরমকেই দায়ী করেছেন ম্যান ইউ কোচ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,২৮০ ফুট উচুতে বেলা দুটোর সময় খেলা দেওয়াতেই এই বিপত্তি বলে মনে করছেন রুনিরা। তবে ৩-০ এগিয়ে গিয়েও দু’গোল হজম করায় কোনও অজুহাত দেননি ফান গল। তাঁর কথায়, “নিজেদের ভুলেই গোল হজম করতে হয়েছে।”

মঙ্গলবার ওয়াশিংটনে ইন্টার মিলান খেলবে ফান গলের ম্যান ইউয়ের বিরুদ্ধে। একই দিনে ডালাসে এএস রোমার বিরুদ্ধে খেলবে অ্যান্সেলোত্তির রিয়াল।

international champions cup real madrid defeat inter milan los angeles
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy