Advertisement
০১ মে ২০২৪

স্কুল দলের মতো ডিফেন্স আমাদের, বললেন মোয়েস

এ মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হাল-হকিকত দেখে ফ্রাঞ্জ বেকেনবাউয়ারের মনে হচ্ছে, স্যর অ্যালেক্স ফার্গুসন একেবারে ঠিক সময়ে জগদ্বিখ্যাত ইংলিশ ফুটবল ক্লাবের দায়িত্ব ছেড়েছেন। ঘরোয়া ফুটবলের সব নক আউট টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর প্রিমিয়ার লিগে হামাগুড়ি খাওয়া ম্যান ইউ গত রাতে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নেওয়ায় নতুন কোচ ডেভিড মোয়েসের প্রথম মরসুমে ট্রফি-হাত শূন্য হতে চলেছে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

অসহায় মোয়েস। ছবি: এএফপি।

অসহায় মোয়েস। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৪ ০৩:৫২
Share: Save:

এ মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হাল-হকিকত দেখে ফ্রাঞ্জ বেকেনবাউয়ারের মনে হচ্ছে, স্যর অ্যালেক্স ফার্গুসন একেবারে ঠিক সময়ে জগদ্বিখ্যাত ইংলিশ ফুটবল ক্লাবের দায়িত্ব ছেড়েছেন। ঘরোয়া ফুটবলের সব নক আউট টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর প্রিমিয়ার লিগে হামাগুড়ি খাওয়া ম্যান ইউ গত রাতে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নেওয়ায় নতুন কোচ ডেভিড মোয়েসের প্রথম মরসুমে ট্রফি-হাত শূন্য হতে চলেছে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। বায়ার্ন মিউনিখ তথা জার্মান ফুটবলের কিংবদন্তি বেকেনবাউয়ার তাঁর ক্লাবের বিরুদ্ধে ম্যান ইউয়ের দু’পর্ব মিলিয়ে ২-৪ হার দেখে বলছেন, “আমি মনে করি স্যার অ্যালেক্স সঠিক ট্রেন ধরে একেবারে ঠিক সময়ে ম্যাঞ্চেস্টার ছেড়ে চলে গিয়েছেন। এই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা আমাকে মোটেই খুশি করতে পারেনি।”

গত রাতে ফিরতি ম্যাচে টমাস মুলারের গোল ‘কাইজার’-কে গার্ড মুলারের স্মৃতিও উস্কে দিয়েছে। বায়ার্ন আর জার্মানি দলে তাঁর বহু বছরের বিখ্যাত সতীর্থের কথা টেনে বেকেনবাউয়ার বর্তমান মুলারের গোলের বর্ণনা দিয়েছেন, “গার্ড মুলার বিখ্যাত ছিল গত রাতে টমাস মুলার যে ধরনের ম্যাচে, যে পরিস্থিতিতে গোল করে বায়ার্নকে ২-১ এগিয়ে দিয়েছিল সে রকম গোল করার জন্য। টমাস যেন গার্ডের কপি!” কোচ গুয়ার্দিওলার মোক্ষম সময়ে পরিবর্ত নামানোরও প্রচুর প্রশংসা করেছেন জার্মানির চিরশ্রেষ্ঠ ফুটবলার। “মারিও গোটজেকে বসিয়ে ব্রাজিলিয়ান রাইট ব্যাক রাফিনহাকে নামানোটা ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিয়েছে। গোটজে বিপক্ষের আটোঁসাঁটো ডিফেন্সের সঙ্গে এঁটে উঠতে পারছিল না। সে কারণে ওকে তুলে নেওয়াটা পেপ-এর যুক্তিযুক্ত সিদ্ধান্ত। ফলে মাঝমাঠে পরিবর্তন ঘটিয়ে ফিলিপ লামকে সেন্ট্রাল মিডফিল্ডার করে দেয় আমাদের কোচ। তাতে মাঝমাঠটাও অনেক বেশি সংগঠিত দেখায়।”

বায়ার্নের অন্য মুলারের গোলের প্রশংসা যেমন করেছেন বেকেনবাউয়ার, তেমনই সেই গোলের পিছনে আর্জেন রবেনের ডান পায়ের সেন্টারটি নিয়ে ইউরোপীয় ফুটবল তোলপাড়। কারণ, ওটাই যে রবেনের দুর্বল পা! স্বয়ং রবেন যা নিয়ে ম্যাচের পর ফাঁস করেছেন, “আগের দিন প্র্যাকটিসে আমার বেশির ভাগ ক্রসগুলো দুর্বল ডান পায়েই রাখছিলাম। ম্যাচের সকালেও হালকা প্র্যাকটিসের সময় সতীর্থদের সঙ্গে খুনসুটি করতে করতে টানা দশ মিনিট ডান পায়ে ক্রস সেন্টার তুলেছিলাম। ম্যাচে সেটাই কাজে দিয়েছে। আসল সময়ের ক্রসটা কিন্তু সত্যিই দারুণ করেছি। আসলে এ রকম রাতগুলোই তো মজার!”

বার্য়ানের ‘মজা’র রাতে ম্যান ইউ কোচের গলায় আবার দলের সেরা তারকা ওয়েন রুনি নিয়ে ক্ষোভ। সঙ্গে নিজেকেও দুষছেন মোয়েস এতটা ঝুঁকি নিয়ে একশো ভাগ ফিট না থাকা সত্ত্বেও রুনি-নির্ভর হওয়ায়। “কিন্তু কী করব! আক্রমণে ফান পার্সি নেই। রুনি এই অবস্থায় এতটাই গুরুত্বপূর্ণ প্লেয়ার যে ওকে ছাড়া এই ম্যাচ ভাবাই যায় না। কিন্তু স্বীকার করছি রুনি পুরো ফিট ছিল না। ম্যাচে এক-এক সময় মনে হচ্ছিল, রুনির বল ধরতেই সমস্যা হচ্ছে। তার মধ্যেই অবশ্য ও গোলের একটা সুবর্ণ সুযোগ নষ্ট করেছে। ম্যাচ তখন ১-১। যেটা খুব গুরুত্বপূর্ণ সময়।” পাশপাশি ম্যান ইউ কোচ ৫৮ মিনিটে তাঁর দল এগিয়ে যাওয়ার পরের মিনিটেই বিপক্ষ সমতা ফেরানোয় নিজের ডিফেন্সকে “স্কুলের বাচ্চাদের ডিফেন্স” বলে নিন্দে করেছেন। “বার্য়ানের সমতায় ফেরার গোলটার চড়া মূল্য শেষ পর্যন্ত দিলাম আমরা,” বলেছেন হতাশ মোয়েস।

বুধবারের এল ক্লাসিকোয় দেখা যাবে না রোনাল্ডোকে

নিজস্ব প্রতিবেদন

কোপা দেল রে ফাইনালে নেই সিআর সেভেন।

চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি কোয়ার্টার ফাইনালে চোটের জন্য ছিলেন না। রিয়াল বেঞ্চ থেকে কার্যত সহকারী কোচের ভুূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ফুটবল মহল ভেবেছিল, বার্সেলোনার বিরুদ্ধে কোপা দেল রে-র মহা-ফাইনালে যুদ্ধের জন্যই রোনাল্ডো বাঁ পায়ের হ্যামস্ট্রিং থেকে একশো ভাগ সুস্থ হয়ে ওঠাকে লক্ষ্যবস্তু করেছেন। কিন্তু বিধি বাম! আগামী বুধবার কোপা দেল রে-র এল ক্লাসিকো থেকে চোটের জন্য ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের হৃৎপিণ্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে প্রথম পর্বে রিয়ালের ৩-০ জয়ের শেষের দিকে পর্তুগিজ মহাতারকাকে খোঁড়াতে দেখা গিয়েছিল। রিয়াল সোসিয়াদাদ-এর বিরুদ্ধে পরের লা লিগা ম্যাচে খেলেননি রোনাল্ডো। এর পর চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি ম্যাচে বরুসিয়ার কাছে রিয়ালের ০-২ হারের (যদিও রোনাল্ডোরা সব মিলিয়ে ৩-২ জিতে শেষ চারে ওঠেন) সময় তাঁকে বেঞ্চে রাখলেও নামাননি কোচ আন্সেলোত্তি। এ দিন, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয় যে, ২৯ বছর বয়সী রোনাল্ডো বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। সাত দিন বাদে কোপা দেল রে ফাইনালের এল ক্লাসিকোর আগেও খেলার মতো সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই তাঁর। ওয়াকিবহাল মহলে এখন এই প্রশ্নও উঠছে যে, রোনাল্ডোর চোট আগামী ২২ বা ২৩ এপ্রিল রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচের আগে সারবে কি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

champions league ronaldo mourinho
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE