Advertisement
E-Paper

সচিনের উপস্থিতিই দলকে তাতাবে, বলছেন রাইট

মাঠের বাইরে থেকে সচিন তেন্ডুলকর দলের যা উপকার করবেন, তা-ই যথেষ্ট মনে করেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ জন রাইট। সচিন এ বার মাঠে না নামলেও ‘আইকন’ হিসেবে দলের সঙ্গে থাকছেন। রাইটের ধারণা, এই উপস্থিতিটাই দলকে বেশ চাঙ্গা রাখবে। আরব আমিরশাহির পরিবেশ দেখেও বেশ খুশি ভারতীয় দলের প্রাক্তন কোচ। তাঁর মতে, “ভাল ক্রিকেটের আদর্শ পরিবেশই রয়েছে এখানে।”

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৪ ০৩:১৬
অস্ত্রে শান। মরুশহরে রোহিত। ছবি ফেসবুক

অস্ত্রে শান। মরুশহরে রোহিত। ছবি ফেসবুক

মাঠের বাইরে থেকে সচিন তেন্ডুলকর দলের যা উপকার করবেন, তা-ই যথেষ্ট মনে করেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ জন রাইট। সচিন এ বার মাঠে না নামলেও ‘আইকন’ হিসেবে দলের সঙ্গে থাকছেন। রাইটের ধারণা, এই উপস্থিতিটাই দলকে বেশ চাঙ্গা রাখবে। আরব আমিরশাহির পরিবেশ দেখেও বেশ খুশি ভারতীয় দলের প্রাক্তন কোচ। তাঁর মতে, “ভাল ক্রিকেটের আদর্শ পরিবেশই রয়েছে এখানে।”

গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে সচিনকে ‘ফেয়ারওয়েল গিফট’ দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এ বার তাঁকে দলের ‘আইকন’ করে রাখা হয়েছে তরুণ ক্রিকেটারদের উৎসাহ জোগানোর জন্য। এই নিয়ে রাইট বলেন, “সচিন আমাদের ফ্র্যাঞ্চাইজির খুব গুরুত্বপূর্ণ এক অংশ। দলের ওকে অবশ্যই দরকার। এই বছরও ওকে দলে পাওয়াটা আমাদের কাছে বড় ব্যাপার। ওর উপস্থিতিটাই যথেষ্ট।”

বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আবু ধাবিতে আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে মুম্বই। যে ম্যাচ ঘিরে উন্মাদনা ক্রমশ বাড়ছে। এ দিন নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচের পর রাইট বলেন, “দেখবেন, গত বারের মতোই ভাল খেলবে আমাদের ছেলেরা। চ্যাম্পিয়নের খেতাবটা ধরে রাখার একটা বাড়তি তাগিদ তো আছেই। তা ছাড়া এখানকার পরিবেশও খুব ভাল। ভাল ক্রিকেটের পক্ষে আদর্শ।” মরুশহরের এই আদর্শ পরিবেশে আইপিএলে শুরু থেকেই ঝড় তুলতে চান রোহিত শর্মারা। তাঁদের কোচ বললেন, “এমন পরিবেশে ভাল ক্রিকেট খেলার দিকে মুখিয়ে আছে ছেলেরা। আবু ধাবিতে সন্ধ্যার দিকে তো আবহাওয়া খুব ভাল হয়ে যাচ্ছে। তা ছাড়া এখানকার উইকেটও বেশ ভাল। বল ব্যাটে আসছে। আগে যেহেতু খেলা হয়েছে তাই উইকেটটা তৈরি আছে। টি-টোয়েন্টি ক্রিকেটের পক্ষে আদর্শ উইকেট। যেখানে হরভজন, ওঝার মতো স্পিনাররাও সাহায্য পাবে। স্টেডিয়ামটাও সুন্দর।” সম্প্রতি শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি বিশ্বকাপ এনে দেওয়া লসিথ মালিঙ্গা যে তাঁর দলের সম্পদ, তা জানিয়ে কোচ বলেন, “লসিথ তো সদ্য ক্যাপ্টেন হিসেবে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ এনে দিয়েছে। আত্মবিশ্বাসে ফুটছে। ওর এই আত্মবিশ্বাসটা কাজে লাগবে। দারুণ বল করছে ছেলেটা।”

mumbai indians sachin wright rohit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy