Advertisement
১০ মে ২০২৪

ভর্তিতে দুর্নীতির নালিশ, নজরে ১৪৮টি বিএড কলেজ

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, কর্মসমিতিতে বিষয়টি নিয়ে আলোচনার পরে অধিকাংশ কলেজই শর্তসাপেক্ষে মুচলেকা দিয়েছেন। আগামী শুক্রবারের মধ্যে ভর্তির তালিকা (এনরোলমেন্ট) পরীক্ষা নিয়ামক দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ০২:৫২
Share: Save:

ভর্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ম না মানা এবং পড়ুয়াদের ভর্তিতে দুর্নীতির জোড়া অভিযোগ উঠেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তগর্ত ১৪৮টি বিএড (‌সেল্ফ ফিনান্স) কলেজের বিরুদ্ধে। পিছিয়ে গিয়েছে দ্বিতীয় সেমেস্টারের ক্লাসও।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, কর্মসমিতিতে বিষয়টি নিয়ে আলোচনার পরে অধিকাংশ কলেজই শর্তসাপেক্ষে মুচলেকা দিয়েছেন। আগামী শুক্রবারের মধ্যে ভর্তির তালিকা (এনরোলমেন্ট) পরীক্ষা নিয়ামক দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। এর সঙ্গেই তৃণমূল পরিচালিত ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে দাবি করেছে, কোন পদ্ধতি অবলম্বন করে ওই সব পড়ুয়াদের বিএডের মত গুরুত্বপূর্ণ পাঠক্রমে ভর্তি করা হল, তা প্রকাশ্যে আনতে হবে।

গত শুক্রবার ছাত্র সংসদের সভাপতি মণিকাঞ্চন মণ্ডল ও সম্পাদক অভিষেক নন্দী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তোফাজ্জেল হোসেনের সঙ্গে দেখা করে দু’পাতার একটি চিঠি দেন। তাঁদের অভিযোগ, বিএড কলেজগুলিতে ভর্তি নিয়ে অনিয়ম হচ্ছে। কলেজগুলি ম্যানেজমেন্ট কোটা ও বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি হওয়া পড়ুয়াদের বাইরে কার্যত ৮৫ থেকে ৯০ শতাংশ পড়ুয়াকে বেআইনি ভাবে মোটা টাকার বিনিময়ে ভর্তি করেছে বলেও তাঁদের দাবি। এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদাসীন বলেও অভিযোগ করেছেন তাঁরা। ওই দুই ছাত্র নেতার প্রশ্ন, ‘‘নিয়মের বাইরে ভর্তি হওয়া পড়ুয়াদের মেধার মাধ্যমে নেওয়া হয়েছে না টাকার বিনিময়ে, সেটা জানা দরকার।’’ উপযুক্ত তদন্ত না হওয়া পর্যন্ত ভর্তি সম্পূর্ণ বন্ধ রাখারও দাবি তুলেছেন তাঁরা।

ছাত্র সংসদের দাবি, গত বছর ৩১ অক্টোবর উপাচর্যকে চিঠি দিয়ে তাঁরা অভিযোগ করেছিলেন, অনলাইনে ভর্তির ফর্ম পূরণের পরেও অনেক পড়ুয়া ভর্তি হতে পারেননি। অথচ ফর্ম পূরণ না করেই অনেকে ভর্তি হয়ে গিয়েছেন। তার আগে ১৪ অক্টোবর সহ-উপাচার্যের কাছেও চিঠিতে অভিযোগ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হওয়ার আগেই কলেজগুলি (‌সেল্ফ ফিনান্স) মোটা টাকার বিনিময়ে ভর্তি শুরু করে দিয়েছে।

দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও হুগলির ১৪৮টি কলেজ (‌সেল্ফ ফিনান্স) রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে। নিয়ম বলে, কলেজগুলি ম্যানেজমেন্ট কোটায় ১০ শতাংশ পড়ুয়া ভর্তি করতে পারে। কিন্তু তা মানা হয়নি অভিযোগ। এ নিয়ে বিশ্ববিদ্যালয় কড়া অবস্থান নিতেই ৮৫টি কলেজ তিনটে শর্ত মেনে মুচলেকা জমা দেয়। তারপরে ভর্তি নিশ্চিত হওয়ায় বাকি কলেজগুলিও মুচলেকা দিতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের এক কর্তা বলেন, ‘‘আপাতত ৭০টি কলেজে ভর্তি-সমস্যা নেই। নিয়ম-বহির্ভূত ভর্তি নিয়ে আলোচনা করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE