Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Drug racket

স্টিকারে ঢাকা মেয়াদ উত্তীর্ণ ওষুধের তারিখ, নদিয়ায় খেয়ে অসু্স্থ শিশু

মেয়াদ উত্তীর্ণ ওষুধে অসুস্থ শিশু। নদিয়ায় ওষুধের জাল চক্র?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ১৪:৪৬
Share: Save:

জ্বর হয়েছিল বছর চারেকের শিশুটির। চিকিৎসকের পরামর্শে ওষুধ কিনে তাকে খাইয়েছিলেন মা নিজেই। তারপর আরও অসুস্থ হয়ে পড়ে শিশুটি। শুরু হয় বমি। জ্বর আরও বেড়ে যায়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওষুধের দোকানের মালিককে।

নদিয়ার ধানতলায় এলাকার দত্তফুলিয়ায় এই ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। এরপরই সন্দেহ ঘনায় ওষুধের উপরে। ওষুধের পাতাটি দেখেই ধরা পড়ে আসল ঘটনা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ছিল এটি। সেটি খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছিল শিশুটি।

ওষুধটির মেয়াদ ফুরিয়েছিল ২০১৬ সালেই।কিন্তু পাতায় তা ছিল ২০২০। স্টিকারে ওষুধের পাতার উপরে লেখা ছিল ২০২০ সালের বিষয়টি। সন্দেহের বশে স্টিকারটি তুলে দেখা যায় সেখানে লেখা রয়েছে ২০১৬ সাল।বোঝা যায়, স্টিকারে ঢেকে দেওয়া হয়েছিল ওষুধের মেয়াদ ফুরানোর আসল সালটি। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। জাল ওষুধের চক্রের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় ওষুধের দোকানের মালিক সুজয় পালকে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান, মেয়াদ উত্তীর্ণ ওষুধের চক্র জাল বিস্তার করেছে ওই এলাকায়। সেই ওষুধই হয়তো খেয়েছিল শিশুটি। নদিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, ঘটনায় বড়সড় আরও কোনও চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে ।

আরও পড়ুন: চালকের কেবিনে মানসিক রোগী, রানাঘাটে ট্রেনের ধাক্কা বাফারে

রেস্তরাঁ থেকে বের করে দেওয়া হল হোয়াইট হাউসের প্রেস সচিবকে!​

বদলের পথে: সৌদিতে এবার স্টিয়ারিং ধরলেন মহিলারাও​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE