Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তৃণমূল-সহ তিন দলকে নোটিস

সংবাদ সংস্থার খবর, তিন দলকে ৫ অগস্টের মধ্যে কারণ দর্শানোর নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৯ ০০:৫৫
Share: Save:

তাদের জাতীয় দলের স্বীকৃতি কেন প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে তৃণমূল, সিপিআই এবং এনসিপি-কে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। সংবাদ সংস্থার খবর, তিন দলকে ৫ অগস্টের মধ্যে কারণ দর্শানোর নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

বর্তমান আইন অনুযায়ী, জাতীয় দলের স্বীকৃতি ধরে রাখতে গেলে কোনও দলকে অন্তত চারটি রাজ্য থেকে লোকসভা বা বিধানসভায় ন্যূনতম ৬% ভোট পেতে হবে। লোকসভার মোট আসনের ২% (অর্থাৎ ৯টি) আসন পেলেও জাতীয় দল থাকা যাবে তবে সাংসদদের ছড়িয়ে থাকতে হবে অন্তত তিনটি রাজ্যে।

নোটিসের কী জবাব দেওয়া হবে, তা নিয়ে তৃণমূলের তরফে কেউ মুখ খোলেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Election Commission CPI NPC TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE