Advertisement
২৭ এপ্রিল ২০২৪
State news

‘ইতিহাসের পুনরাবৃত্তি’, দলবদল নিয়ে ফেসবুক পোস্টে মমতাকে খোঁচা অধীরের

মঙ্গলবার নিজের ফেসবুক ওয়ালে অধীর পোস্ট করেন, ‘ভাঙছে তৃণমূল, দল ছেড়ে পালাচ্ছে দিদির বাহিনীর নক্ষত্রকূল! দিদির দল ভাঙাচ্ছে মোদীর দল! দিদি ভাবছে কাদের মানুষ করলাম, দিদির অসময়ে পালাচ্ছে।’

অধীর চৌধুরী। —ফাইল চিত্র।

অধীর চৌধুরী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০১৯ ২২:৩৫
Share: Save:

লোকসভা ফল ঘোষণার পরেই রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে তৃণমূল ছাড়ার হিড়িক শুরু হয়েছে। সে প্রসঙ্গে তৃণমূলকেই খোঁচা দিলেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তৃণমূল নেতৃত্বকে মনে করিয়ে দিতে চাইলেন যে, কংগ্রেস এবং বামেদের সঙ্গে যা ঘটিয়েছিল তৃণমূল, আজ তার ফলই হাতেনাতে পাচ্ছে তারা।

মঙ্গলবার নিজের ফেসবুক ওয়ালে অধীর পোস্ট করেন, ‘ভাঙছে তৃণমূল, দল ছেড়ে পালাচ্ছে দিদির বাহিনীর নক্ষত্রকূল! দিদির দল ভাঙাচ্ছে মোদীর দল! দিদি ভাবছে কাদের মানুষ করলাম, দিদির অসময়ে পালাচ্ছে।’ এর সঙ্গে তিনি আরও যোগ করেন যে, ঠিক একদিন তাঁরও এমনটাই মনে হয়েছিল। এটাকে ইতিহাসের পুনরাবৃত্তি নাকি ‘পোয়েটিক জাস্টিস’ বলবেন সেই বিস্ময়ও প্রকাশ করেছেন তিনি ফেসবুক পোস্টে।

ইতিহাসের পুনরাবৃত্তিই বটে। ২০১১ সালে রাজ্যে বাম শাসনের অবসান হওয়ার পর একের পর এক পুরসভা-পঞ্চায়েত তৃণমূলের দখলে আসছিল। বাম এবং কংগ্রেসের কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যরা দলে দলে ভিড়ছিলেন শাসক দলে। ক্ষমতার হাত বদল হতে হতে এক সময় কার্যত গোটা রাজ্যেই সমস্ত পুরসভা ও পঞ্চায়েত চলে যায় তৃণমূলের হাতে। বাকি ছিল শুধু উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরনিগম। এ বার লোকসভা ভোটে তৃণমূলের বিপর্যয় এবং পাশাপাশি বিজেপির অভূতপূর্ব উত্থানের পরই যেন দলবদলের হিড়িক শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। মঙ্গলবারই সকালে তৃণমূলের তিন বিধায়ক এবং ৫০ জনেরও বেশি কাউন্সিলরের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। দলবদলের এটাই যে শুরু তার আগাম আভাসও দিয়ে রেখেছেন মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়রা।

আরও পড়ুন: আগামী বিধানসভা নির্বাচনে বিরোধী দলের তকমাও পাবে না তৃণমূল, দাবি মুকুলের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE