Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

হল না ১০০ শতাংশ, নির্বিঘ্নে ভোট করানোই এখন চ্যালেঞ্জ কমিশনের

সব বুথেই যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যায়, সে জন্য রাজ্যে নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে সক্রিয়তা দেখিয়েছিলেন। তাই রাজ্যে ৭৭০ কোম্পানি বাহিনী নিরাপত্তায় থাকছে ষষ্ঠ দফায়। এর পরেও সব বুথে বাহিনী মোতায়েন করা সম্ভব হচ্ছে না বলে কমিশনের একটি সূত্রে জানা যাচ্ছে।

কেন্দ্রীয় বাহিনীর টহলদারি।

কেন্দ্রীয় বাহিনীর টহলদারি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০১৯ ২০:৪৬
Share: Save:

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পর রাজ্যে ষষ্ঠ দফায় ৮ কেন্দ্রে প্রার্থীদের ভাগ্য বন্দি হয়ে যাবে ইভিএমে। তবে, তীব্র দহনের মধ্যে কমিশনের মাথাব্যথা জঙ্গল মহল নিয়ে। কারণ, শেষ পর্যন্ত ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হচ্ছে না। কমিশন সূত্রে খবর, বাহিনী থাকবে ৯৪ শতাংশ বুথে। বাকি বুথে থাকবে রাজ্যের সশস্ত্র পুলিশ।

সব বুথেই যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যায়, সে জন্য রাজ্যে নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে সক্রিয়তা দেখিয়েছিলেন। তাই রাজ্যে ৭৭০ কোম্পানি বাহিনী নিরাপত্তায় থাকছে ষষ্ঠ দফায়। এর পরেও সব বুথে বাহিনী মোতায়েন করা সম্ভব হচ্ছে না বলে কমিশনের একটি সূত্রে জানা যাচ্ছে।

গরমের কথা মাথায় রেখে বুথে অতিরিক্ত ইভিএম এবং ভিভিপ্যাটও মজুত রাখা রয়েছে। রবিবার তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন৷ কমিশন সূত্রে খবর, বাঁকুড়ায় ১৪৫ কোম্পানি, ঝাড়গ্রামে ১১৪ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ১৭৪ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১১ কোম্পানি, পূর্ব মেদিনীপুরে ১৯০ কোম্পানি, পুরুলিয়ায় ১০৯ কোম্পানি বাহিনী রেখে হবে ভোট। ঝাড়গ্রাম কেন্দ্রে থাকছে বাড়তি নিরাপত্তা৷ ষষ্ঠ দফায় মাইক্রো অবজার্ভার থাকছেন তিন হাজারেরও বেশি। বিভিন্ন বুথে ভিডিওগ্রাফির পাশাপাশি ‘ওয়েব কাস্টিংয়ের’ ব্যবস্থাও থাকছে৷ নিরাপত্তার কথা মাথায় রেখে, কেন্দ্রীয় বাহিনীকে জঙ্গল মহল এলাকায় বুলেট প্রুপ জ্যাকেট, হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। নজরদারি বাড়ানোর জন্যে কুইক রেসপন্স টিমের সংখ্যাও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন, বসিরহাটের মানুষ দাঙ্গা করেননি, দুর্বৃত্ত ঢুকিয়ে করানো হয়েছে: মমতা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE