Advertisement
০২ মে ২০২৪

কর্মীদের সতর্ক করল বিজেপি

কেন বিজেপির এই সতর্কবার্তা?

বসিরহাটে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী নুসরত জাহান সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও ছবি পোস্ট করার অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

বসিরহাটে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী নুসরত জাহান সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও ছবি পোস্ট করার অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০৭:২৬
Share: Save:

সোশ্যাল মিডিয়া ব্যবহার করা নিয়ে দলীয় কর্মী-সমর্থকদের বিশেষ সর্তকবার্তা দিল জেলা বিজেপি।

বিশেষ সর্তকবার্তা পাঠিয়ে কর্মী-সমর্থকদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক, কুরুচিপূর্ণ, ধর্মীয় বা বিভ্রান্তিকর পোস্ট বা মন্তব্য করা থেকে বিরত থাকেন। নেতাদের তরফে কর্মীদের এ-ও বলা হয়েছে, ‘‘সত্যতা বিচার না করে কোনও পোস্ট করবেন না। এতে আপনার ভুল যেমন আপনাকে বিপদে ফেলতে পারে তেমনই, তা বাংলার শাসকদলকেও সুবিধা পাইয়ে দিতে পারে।’’

দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা কোনও কুরুচিপূর্ণ মন্তব্য বা ছবি পোস্ট সমর্থন করি না। কর্মী-সমর্থকদের বলা হয়েছে, কোনও মন্তব্য বা ছবি পোস্ট করার আগে সেই সংক্রান্ত তথ্য যাচাই করে নিন। প্রয়োজনে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে নিন।’’ তিনি আরও জানান, বিজেপির ‘আইটি সেলে’র তরফেও কর্মীদের একই বার্তা দেওয়া হয়েছে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কেন বিজেপির এই সতর্কবার্তা?

দলীয় একটি সূত্র জানাচ্ছে, আবেগ ও অতিরিক্ত উৎসাহে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট বা মন্তব্য করে ফেলছেন আদতে যার কোনও সত্যতা নেই। উল্টে কখনও কখনও তা কুরুচিপূর্ণও। ফলে সাধারণ মানুষের কাছে দলীয় ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোটের আগে যেটা দলের কাছে একেবারেই কাম্য নয়।

বসিরহাটে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী নুসরত জাহান সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও ছবি পোস্ট করার অভিযোগে শুক্রবার রাতে বাদুড়িয়া থেকে বিজেপির ‘আইটি সেলে’র এক নেতা ও গাইঘাটার চাঁদপাড়া থেকে এক বিজেপি সমর্থককে পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ঘটনার পরেই বিজেপি নেতারা দলীয় কর্মী-সমর্থকদের এ সংক্রান্ত বিশেষ সর্তকবার্তা পাঠান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই সতর্কবার্তা পাঠানো হয়েছে। বিজেপির যুবমোর্চার এক নেতা বলেন, ‘‘কোনও প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করা আমি সমর্থন করি না। অবশ্য কেউ কেউ তা করে ফেলেন। দলীয় নির্দেশের পরে আশা করা যায় এ বার থেকে যে কোনও বিষয়ে কোনও পোস্ট বা মন্তব্য করার আগে সকলেই একটু ভাবনাচিন্তা করবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE