Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

অমিতের রোড শোয়ে দফায় দফায় বিজেপি-টিএমসিপি সংঘর্ষ, তীব্র উত্তেজনা বিধান সরণিতে

অমিত শাহের রোড শো ঘিরে তীব্র উত্তেজনা দেখা দেয় কলেজ স্ট্রিটে। তৃণমূল ছাত্র পরিষদ ও বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা।

বিদ্যাসাগর কলেজের সামনে খণ্ডযুদ্ধ। নিজস্ব চিত্র।

বিদ্যাসাগর কলেজের সামনে খণ্ডযুদ্ধ। নিজস্ব চিত্র।

ঈশানদেব চট্টোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ১৬:৩৪
Share: Save:

• কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে গন্ডগোল প্রসঙ্গে অমিত শাহ বললেন, ‘‘আচমকা তৃণমূলের কিছু গুন্ডা আমাদের রোড শোয়ে হামলা চালায়। আমাদের কর্মকর্তাদের সঙ্গে হাতাহাতি হয়। আমি মনে করি বাংলার এই বিশৃঙ্খলা, অরাজকতার জবাব মানুষ ভোটবাক্সে দেবেন। আগের বারের চেয়েও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। আমার রোড শো শেষ করতে পারিনি। বিবেকানন্দের মূর্তিতে মালাও দিতে পারিনি।’’

• আজ সন্ধে সাতটায় রাজারহাট-নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে বিদ্বজ্জনদের সঙ্গে একটি বৈঠক করার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতি অমিত শাহের। উদ্ভূত পরিস্থিতিতে সেই বৈঠক বাতিল করার কথা জানিয়েছে রাজ্য বিজেপি।

• বিদ্যাসাগর কলেজে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে এই হামলা চালিয়েছে বিজেপি। বিদ্যাসাগর কলেজে গিয়ে ছাত্রছাত্রী ও অধ্যাপকদের সঙ্গে কথা বলার জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন তিনি।

• কলেজ স্ট্রিটের পর বিদ্যাসাগর কলেজেও অমিত শাহের রোড শো ঘিরে দেখা দিল তীব্র উত্তেজনা। টিএমসিপি এবং বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। ইটবৃষ্টি, লাঠি, বাঁশ নিয়ে চলছে সংঘর্ষ। সংঘর্ষ চলাকালীন আগুন জ্বেলে দেওয়া হয়েছে কলেজের সামনে। পোড়ানো হয়েছে বেশ কয়েকটি বাইক। উত্তেজনা দেখে গাড়ির ভিতরে নেমে গিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ-ও।

• পুলিশকে লক্ষ্য করেও চলছে ইটবৃষ্টি।পরিস্থিতি মোকাবিলায় লাঠিচার্জ করে পুলিশ।

• প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বিদ্যাসাগর কলেজের ভিতর থেকে মিছিলের দিকে ইট ছোড়া হয়। মাথা ফেটে গিয়েছে এক বিজেপি কর্মীর।অন্য দিকে মিছিল থেকে বিজেপি কর্মীরা কলেজের ভিতরে ঢুকে ভাঙচুর চালিয়েছেন বলেও অভিযোগ। বিদ্যাসাগর কলেজে ভেঙে দেওয়া হয়েছে বিদ্যাসাগরের মূর্তি। ভেঙে দেওয়া হয়েছে কলেজের গেট, আসবাব। নষ্ট করা হয়েছে কলেজের নথিপত্রও।

• বিদ্যাসাগর কলেজে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, ‘‘বিদ্যাসাগরের এই অপমানের জবাব দেবেন বাংলার মানুষ। বাংলাকে শ্মশানে পরিণত করতে চাইছে বিজেপি। পশ্চিমবঙ্গের শিক্ষক এবং ছাত্রসমাজ এই গুন্ডামির জবাব দেবেন।’’

• অমিত শাহের রোড শো ঘিরে তীব্র উত্তেজনা দেখা দেয় কলেজ স্ট্রিটেও। তৃণমূল ছাত্র পরিষদ ও বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা।

• রোড শো কলেজ স্ট্রিটে পৌঁছনোর আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা। দেওয়া হয়, ‘অমিত শাহ গো ব্যাক’ স্লোগান। ‘গণতন্ত্রের হত্যাকারী’ লেখা পোস্টার নিয়ে অবস্থান করছিলেন তাঁরা। ঘটনাস্থলে হাজির হয়েছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকেরাও।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা। নিজস্ব চিত্র।

• অমিত শাহ যাতে কালো পতাকা দেখতে না পান, সেই জন্য বড় ব্যানার দিয়ে রাস্তার এক পাশ ঢেকে দেওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকেরা। অন্য দিকে পুলিশ চেষ্টা করলেও সরানো যায়নি ছাত্রছাত্রীদের। মিছিলের থেকে পাল্টা জুতো, জলের বোতল ছোঁড়া হয় ছাত্রছাত্রীদের দিকে। একজন ছাত্রী আহত হয়েছেন বলেও টিএমসিপি-র তরফে দাবি জানানো হয়েছে।

• এর পরই ব্যারিকেড ভেঙে বিজেপি সমর্থকেরা ঢুকে পড়েন বিশ্ববিদ্যালয়ের ভিতরে। বিজেপি এবং টিএমসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয় পরিস্থিতি।

• হিন্দ সিনেমার কাছেও বিক্ষোভ দেখানো হয় অমিত শাহকে। এখানে বিক্ষোভের নেতৃত্ব দেয় তৃণমূল ছাত্র পরিষদ।

রোড শো-য় উপস্থিত আছেন রাজ্য বিজেপির প্রায় সব শীর্ষ নেতাই। নিজস্ব চিত্র।

• শুরু হল অমিত শাহের রোড শো। শহিদ মিনার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ির সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করছেন তিনি। বর্ণময় শোভাযাত্রার মধ্যেই তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে টুঁটি চিপে গণতন্ত্রকে হত্যা করেছে তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে তার জবাব দেবে পশ্চিমবঙ্গের মানুষ।’’

• অমিত শাহের রোড শো ঘিরে রীতিমতো উৎসবের চেহারা মধ্য কলকাতায়। কিছুক্ষণ আগেই তিনি কলকাতায় এসে পৌঁছন। বিমানবন্দর থেকে সরাসরি ধর্মতলায় আসেন তিনি।

লেনিন সরণির সামনে অমিত শাহের শোভাযাত্রা। নিজস্ব চিত্র।

• রোড শো চলাকালীনই অমিত শাহ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে পরিবর্তন আনবে বিজেপি। আগামী ২৩ মে রাজ্যে ২৩টিরও বেশি আসনে জিতে সেই পরিবর্তনের সূচনা করবে বিজেপি।’’

নাচে গানে বরণ করা হচ্ছে অমিত শাহকে। নিজস্ব চিত্র।

• রাস্তার দুই প্রান্তে পোস্টার, ফুল, কাট আউট, ফুলের পাপড়ি, মালা নিয়ে অমিত শাহকে বরণ করতে উপস্থিত হয়েছেন হাজার হাজার কর্মী সমর্থকেরা।

• রোড শোয়ের একদম শুরুতেই আছে ঢাকিদের দল। রাস্তার দু’ধারে জমায়েত হয়েছেন অসংখ্য মানুষ। বিভিন্ন জায়গায় আতসবাজি জ্বালিয়ে উৎসবে মেতেছেন বিজেপি কর্মী-সমর্থকেরা।

দেখুন রোড শো-র সরাসরি সম্প্রচার।

• আদিবাসী লোকনৃত্যের পাশাপাশি রাস্তার দু’ধার থেকে ওড়ানো হচ্ছে গেরুয়া বেলুন।

• বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি কর্মীদের মিছিল এসে থামছে লেনিন সরণিতেই। সেই চাপে এখন কার্যত অবরুদ্ধ মধ্য কলকাতা।

• বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহে এই মুহূর্তে ধর্মতলা থেকে ওয়েলিংটন পর্যন্ত এলাকা এবং রাস্তা কার্যত উৎসহের চেহারা নিয়েছে।

• লোকনৃত্য, পুষ্পবৃষ্টির মাধ্যমে অমিত শাহকে বরণ করে নিচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকেরা।

ফুলের পাপড়িতে রাজপথ ঢেকে দিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। নিজস্ব চিত্র।

• এই রোড শোতে উপস্থিত আছেন রাহুল সিংহ, কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়া, মুকুল রায়, দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপির প্রায় সমস্ত শীর্ষনেতারাই।

অমিত শাহের রোড শো-য় হাজির বিজেপি রাজ্য নেতৃত্ব। নিজস্ব চিত্র।

• মিছিলের চাপে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে লেনিন সরণিতে। বন্ধ মির্জা গালিব রোড, রফি আহমেদ কিদওয়াই রোড। ওয়েলিংটন থেকে হিন্দ সিনেমা পর্যন্ত এলাকাও কার্যত অবরুদ্ধ।

রোড শো বর্ণময় করে তুলতে ঢাকির দল রাজপথে। নিজস্ব চিত্র।

• মূলত উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিংহর সমর্থনেই আজ কলকাতায় রোড শো বিজেপি সভাপতি অমিত শাহের। শহিদ মিনার থেকে শুরু করে এই রোড শো শেষ হবে উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়িতে গিয়ে।

• রোড শো শুরুর আগেই উত্তেজনা তৈরি হয়েছিল লেনিন সরণিতে। ভেঙে দেওয়া হচ্ছে মঞ্চ, কাট-আউট এবং পোস্টার—এই অভিযোগে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা। বেশ কিছুক্ষণের জন্য লেনিন সরণী অবরোধও করেন তারা।

আরও পড়ুন: অমিতের রোড শো ঘিরে ধুন্ধুমার, অবরোধ লেনিন সরণীতে, অবরুদ্ধ মধ্য কলকাতা

নমো টি-শার্ট পড়ে রোড-শোয় সামিল মোদী ভক্তেরা। নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE