Advertisement
০৭ মে ২০২৪

প্রচারে অবশেষে কপ্টার পেল তৃণমূল 

অবশেষে প্রচারে হেলিকপ্টার পেল তৃণমূল কংগ্রেস। আজ, রবিবার থেকেই ভাড়ায় নেওয়া তিনটি হেলিকপ্টারের একটি নিয়ে প্রচার শুরু করবেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এপ্রিলের গোড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কপ্টারেই প্রচার শুরু করতে পারেন বলে দলীয় সূত্রের খবর।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ০৪:২৩
Share: Save:

অবশেষে প্রচারে হেলিকপ্টার পেল তৃণমূল কংগ্রেস। আজ, রবিবার থেকেই ভাড়ায় নেওয়া তিনটি হেলিকপ্টারের একটি নিয়ে প্রচার শুরু করবেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এপ্রিলের গোড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কপ্টারেই প্রচার শুরু করতে পারেন বলে দলীয় সূত্রের খবর। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের জন্যও হেলিকপ্টার বরাদ্দ করছে দল।

তবে নবান্ন সূত্রের খবর, হেলিকপ্টার পেতে কালঘাম ছোটাতে হয়েছে শাসক দলকে। প্রাথমিক ভাবে হেলিকপ্টার ভাড়ায় নিতে চেয়ে চুক্তি করে ফেলেছিল তৃণমূল। কিন্তু হঠাৎই সংস্থাটি অগ্রিমের টাকা ফেরত দিয়ে জানিয়ে দেয় তারা কপ্টার দিতে অপারগ। বিপাকে পড়ে শাসক দল। ঠিক হয়, তড়িঘড়ি ছোট বিমান ভাড়ায় নেওয়া হবে।

নবান্নের এক কর্তা জানান, বিমান ভাড়া নেওয়ার প্রক্রিয়া সারতেই ভোট পেরিয়ে যাওয়ার উপক্রম হয়। ফলে সেই সিদ্ধান্ত বাতিল হয়েছে। এর মধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দেয়, সরকারি হেলিকপ্টারে চড়ে মুখ্যমন্ত্রীও প্রচার করতে পারবেন না। সরকারি অফিসাররাও তা ব্যবহার করতে পারবেন না। প্রশাসনের এক শীর্ষ কর্তা বলেন, ‘‘আমরা জানতে পারি, তেলঙ্গনা, ওড়িশায় সরকারি ভাড়ায় নেওয়া কপ্টার ভোটের মরসুমে ফেরানো হয়েছে। সেই মতো পরিবহণ দফতর পাঁচ আসনের ডবল ইঞ্জিন হেলিকপ্টারটি সংশ্লিষ্ট সংস্থাকে দু’মাসের জন্য ফিরিয়ে দিয়েছে।’’

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

নবান্নের খবর, তেলঙ্গনা, ওড়িশার মতো এ রাজ্যেও সরকারকে ভাড়ায় যে সংস্থা হেলিকপ্টার দিয়েছিল, তাদের থেকেই শাসক দল ভাড়ায় তা নিয়েছে। এ রাজ্যে তিনটি কপ্টার ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া হচ্ছে। পরিবহণ দফতরের এক কর্তা জানান, দু’টি হেলিকপ্টার নির্দিষ্ট ভাবে মুখ্যমন্ত্রী-সহ দু’তিন জন নেতা ব্যবহার করবেন। বাকি একটি বড় হেলিকপ্টার অভিনেতা-অভিনেত্রীদের প্রচারে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করার পরিকল্পনা করছে দল।

জানা গিয়েছে, আজ বাগডোগরা বিমানবন্দরে নেমে পরিবহণমন্ত্রী হেলিকপ্টারেই চোপড়ায় প্রচারে যাবেন। সেখান থেকে কালিয়াগঞ্জ, রায়গঞ্জে প্রচার সারবেন তিনি। পরের দিন সোমবারও তাঁর চাঁচল, বৈষ্ণবনগর, মালদহে হেলিকপ্টারে প্রচার করার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE