Advertisement
০৮ মে ২০২৪

শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন মমতাকে

বুধবার পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠকে দলেরই এক নির্বাচিত জনপ্রতিনিধির এই প্রশ্নের মুখে পড়তে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৯ ০৪:৫৩
Share: Save:

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ বহু দিন বন্ধ। এটা কি চালু করতে পারেন?

বুধবার পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠকে দলেরই এক নির্বাচিত জনপ্রতিনিধির এই প্রশ্নের মুখে পড়তে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

পর্যটন শিল্পকে সামনে রেখে দিঘায় তিনি যে বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা চান, গত দু’দিন ধরে সে কথাই নানা ভাবে বলেছেন মুখ্যমন্ত্রী। দিঘার সমুদ্র সৈকত উদয়পুর পর্যন্ত সম্প্রসারণে তার পরিকল্পনাও জানিয়েছিলেন তিনি। কিন্তু এ দিন শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই প্রশ্নের মুখে দৃশ্যতই কিছুটা অস্বস্তিতে পড়ে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘এ বিষয় আমি জানি না। এ সব নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কিছু হলেই তো সব মামলা করে।’’ এ দিনের বৈঠকে জেলার জনপ্রতিনিধিদের কাছে তিনি এলাকার চাহিদা সম্পর্কে জানতে চান। তখনই এই প্রসঙ্গ উত্থাপন করেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের শিক্ষা বিভাগের কর্মাধ্যক্ষ মধুরিমা মণ্ডল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE