Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আঙুলের ছোঁয়ায় মিলছে সমাধান

মাস খানেক আগে ওই অ্যাপস্  চালু হয়েছে। চালু হতেই দ্রুত চাষিদের কাছে ওই অ্যাপস্ জনপ্রিয় হয়ে উঠেছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে। এখন পর্যন্ত ৭৭৭ জন কৃষক এই অ্যাপস ডাউনলোড করেছেন। প্রতি দিন একের পর এক সমস্যার কথা জানিয়ে অ্যাপসে প্রশ্ন জমা হচ্ছে এবং দ্রুত সমাধানের উপায় জানিয়েও দেওয়া হচ্ছে।

এই সেই মোবাইলের অ্যাপস।

এই সেই মোবাইলের অ্যাপস।

মৃন্ময় সরকার
ভগবানগোলা শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ০১:৩৩
Share: Save:

তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে কৃষি সমস্যা সমাধানে নয়া নজির গড়েছে মুর্শিদাবাদ জেলা। কৃষি, উদ্যানপালন, প্রাণীপালন ও মৎসচাষ সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের জন্য ‘মুর্শিদাবাদের কৃষি’ নামে একটি মোবাইল অ্যাপস্ চালু করেছে মুর্শিদাবাদ জেলা কৃষি বিজ্ঞানকেন্দ্র।

মাস খানেক আগে ওই অ্যাপস্ চালু হয়েছে। চালু হতেই দ্রুত চাষিদের কাছে ওই অ্যাপস্ জনপ্রিয় হয়ে উঠেছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে। এখন পর্যন্ত ৭৭৭ জন কৃষক এই অ্যাপস ডাউনলোড করেছেন। প্রতি দিন একের পর এক সমস্যার কথা জানিয়ে অ্যাপসে প্রশ্ন জমা হচ্ছে এবং দ্রুত সমাধানের উপায় জানিয়েও দেওয়া হচ্ছে। যেমন, লালবাগের শিবনগরের চাষি জহরুল ইসলাম বলছেন, ‘‘দু’দিনের বৃষ্টিতে আমের মুকুলের কোনও ক্ষতি হবে কি না, জানতে চেয়ে রাতে মেসেজ করেছিলাম। বৃষ্টিতে আমের মুকুলের ক্ষতি এড়াতে ছত্রাকনাশক স্প্রে করা দরকার বলে পর দিন সকালেই উত্তর জানিয়ে দেয় অ্যাপসের মাধ্যমে।’’

ভগবানগোলার চাষি কামাল শেখ জানান, পোকা লেগে কুঁকড়ে গিয়েছে লঙ্কা গাছের পাতা। ওই সমাধান জানতে এক কৃষি অধিকর্তাকে ফোন করেছিলেন। তিনি ফোন ধরে দফতরে এসে দেখা করার পরামর্শ দিয়েছিলেন। পরে দফতরে এসে তাঁর দেখা পাননি তিনি। পরে গ্রামের একটি দোকান থেকে কীটনাশক কিনে নিয়ে গিয়ে লঙ্কা গাছে দেন। কিন্তু ফল মেলেনি। এখন সে সব অতীত!

জেলা কৃষি বিজ্ঞানকেন্দ্রের কর্তা উত্তম রায় বলছেন, ‘‘কৃষি ছাড়াও বিভিন্ন বিষয়ে সমাধান পেতে দফতরে ছুটে আসার এখন দরকার নেই। এখন অ্যাপসের মাধ্যমে সমস্যার কথা লিখে জানালেই হবে। যে সমস্যা, সেই বিভাগের বিশেষজ্ঞরা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান জানিয়ে দেবেন।’’

দফতর সূত্রে জানা গিয়েছে, গুগল প্লে স্টোরে গিয়ে বাংলায় বা ইংরেজিতে লিখে ‘মুর্শিদাবাদের কৃষি’ অ্যাপস খুঁজে নিয়ে ডাউনলোড করতে হবে। অ্যাপস্ ডাউনলোড করে নিয়ে লোগোতে মাউস ক্লিক করলেই কেল্লাফতে!

গোটা অ্যাপস বাংলা ভাষায় তৈরি। অ্যাপসের মাধ্যমে সমস্যা জানাতে গেলে বাংলা ছাড়াও ইংরেজি ভাষায় মেসেজ লিখে পাঠালেই হবে। অ্যাপসের মাধ্যমে শুধু সমস্যার সমাধানই নয়, জানা যাবে আবহাওয়ার হাল-হকিকত। সেই সঙ্গে চলতি আবহাওয়া কোন কোন ফসলের পক্ষে উপযুক্ত, কোন কোন ফসলের পক্ষে ক্ষতিকারক এবং সেক্ষেত্রে কী ধরণের সতর্কতা অবলম্বন করা দরকার, জানা যাবে তাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murshidabad agricultural science center App
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE