Advertisement
০৮ মে ২০২৪

মাতৃভূমি লোকালের দাবিতে অবরোধ, ভোগান্তি

দীর্ঘদিনের দাবি। কিন্তু দাবি জানিয়েও মেলেনি মাতৃভূমি লোকাল। পুরণ হয়নি অন্য দাবিও। শেষমেশ ট্রেন রুখে আন্দোলনে নামেন মহিলারা। ঘণ্টাখানেক পরে অবরোধ তুলে নেন তাঁরা

ট্রেন অবরোধে মহিলারা। মঙ্গলবার, কদম্বগাছিতে। ছবি: সুদীপ ঘোষ

ট্রেন অবরোধে মহিলারা। মঙ্গলবার, কদম্বগাছিতে। ছবি: সুদীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪৫
Share: Save:

দীর্ঘদিনের দাবি। কিন্তু দাবি জানিয়েও মেলেনি মাতৃভূমি লোকাল। পুরণ হয়নি অন্য দাবিও। শেষমেশ ট্রেন রুখে আন্দোলনে নামেন মহিলারা। ঘণ্টাখানেক পরে অবরোধ তুলে নেন তাঁরা। মঙ্গলবার সকাল ৭.৫০ মিনিট নাগাদ কদম্বগাছি স্টেশনে এর জেরে বারাসত-হাসনাবাদ শাখায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হল।

রেল কর্তৃপক্ষ সূত্রের খবর, এর জেরে ওই শাখার আপ এবং ডাউন লাইনে ট্রেন দেরিতে চলেছে। যার ফলে ভোগান্তির শিকার হন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, বনগাঁ শাখায় মহিলাদের জন্য মাতৃভূমি লোকাল থাকলেও বসিরহাট, হাসনাবাদ শাখায় তা এখনও চালুই হয়নি। দীর্ঘদিন ধরে মহিলা যাত্রীরা সেই দাবিই জানিয়ে আসছেন। এই শাখায় ১২ কামরার ট্রেন চালু না করা নিয়েও অভিযোগ রয়েছে আন্দোলনকারী মহিলাদের। তাঁদের দাবি, সম্প্রতি বারাসত-হাসনাবাদ শাখায় একটি নতুন ট্রেন দেওয়া হয়েছে। তাতে মহিলা কামরা দু’টিতে তিনটি করে দরজা। তার ফলে ভিড় ট্রেনে তাঁদের ওঠানামা করতে অসুবিধা হচ্ছে। অন্য কামরার মতো মহিলা কামরাতেও এ দিন চারটি দরজার দাবি জানান তাঁরা।

এই সব দাবি নিয়ে এ দিন সকালে কদম্বগাছি স্টেশনে রেললাইনের উপরে একটি লাল শাড়ি টাঙিয়ে অবরোধ শুরু করেন মহিলা যাত্রীরা। তাতে আটকে পড়ে বারাসতগামী একটি লোকাল ট্রেন। এর জেরে বিভিন্ন স্টেশনে পরপর ট্রেন আটকে যায়। শিয়ালদহগামী ওই ট্রেনে আটকে পড়া যাত্রীদের অন্য অংশ অবরোধ তোলার অনুরোধ জানালে আন্দোলনকারী মহিলারা জানান, তাঁরাও এই ট্রেনের যাত্রী। সকলের স্বার্থেই তাঁরা আন্দোলনে নেমেছেন।

রেলপুলিশ গেলেও অবরোধ তুলতে রাজি হননি মহিলারা। তাঁরা জানান, নির্দিষ্ট সময় পরে তাঁরা নিজেরাই অবরোধ তুলে নেবেন। তবে দাবি পূরণ না হলে ফের আন্দোলনে নামবেন তাঁরা। ঠিক এক ঘণ্টা পরে রেললাইন থেকে সরে যান অবরোধকারীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Train Matribhoomi Ladies Special Railway
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE