Advertisement
১০ মে ২০২৪

আইআর উঠে ফের ডিএ, বেতন কমিশন ঘিরে প্রশ্ন

ষষ্ঠ বেতন কমিশন গঠিত হওয়ার পরে রাজ্য সরকারি কর্মচারীদের পে-ব্যান্ডের উপর ১০ শতাংশ অন্তর্বর্তী ভাতা বা ‘ইন্টারিম রিলিফ’(আইআর) দিয়েছিল 

নিজস্ব সংবাদদাতা 
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ০২:৪২
Share: Save:

ষষ্ঠ বেতন কমিশন গঠিত হওয়ার পরে রাজ্য সরকারি কর্মচারীদের পে-ব্যান্ডের উপর ১০ শতাংশ অন্তর্বর্তী ভাতা বা ‘ইন্টারিম রিলিফ’(আইআর) দিয়েছিল নবান্ন। তিন বছর কেটে গেলেও এখনও সুপারিশ জমা দেয়নি বেতন কমিশন। এ বার আইআর-ও প্রত্যাহার করে নিচ্ছে সরকার। তার বদলে জানুয়ারি মাস থেকে কর্মীদের সমান অনুপাতে মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়া হবে। যা নিয়ে একই সঙ্গে সংশয় ও আশার আলো দেখছেন কর্মীরা।

সরকারি চাকুরেদের একাংশের বক্তব্য, অতীতে কখনও বেতন কমিশন গঠনের পর ঘোষিত আইআর তুলে নেওয়া হয়নি। ফলে এই সিদ্ধান্তকে বেতন কমিশন

চালু করার ইঙ্গিত হিসেবে দেখে আশায় বুক বাঁধছেন তাঁরা। কর্মচারীদের অন্য অংশ অবশ্য ঠিক তার উল্টো কথা বলছেন। তাঁদের মতে, আপাতত বেতন বাড়ানোর কোনও সম্ভাবনা নেই। সেই কারণে আইআর-ও তুলে দেওয়া হচ্ছে। যাতে বেতন কমিশনের বিষয়টি কর্মীদের মাথায় না থাকে।

অর্থ দফতরের এক কর্তা অবশ্য বলেছেন, ‘‘নতুন বেতন হার কবে থেকে চালু হবে, তা ঠিক করবে ষষ্ঠ বেতন কমিশন। সরকার সাধ্যমতো কর্মীদের প্রাপ্য দিচ্ছে।’’

কী পাবেন কর্মীরা? অর্থ দফতর জানাচ্ছে, জানুয়ারি মাসের বেতনে কর্মীরা অতিরিক্ত ২৫% ডিএ পাবেন। এর মধ্যে ১৮% ডিএ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর ১০% আইআর তুলে দেওয়া হচ্ছে ৭% ডিএ। ফলে সব মিলিয়ে ডিএ-র পরিমাণ হবে মূল বেতনের ১২৫%।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pay Commission Interim Relief Nabanna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE