Advertisement
২৬ এপ্রিল ২০২৪

গণতন্ত্র রক্ষায় প্রতিবাদ শহরে

এ রাজ্যে কাজের দাবিতে নবান্ন অভিযান করতে গিয়ে তৃণমূল সরকারের পুলিশের ‘হামলা’র মুখে পড়তে হয়েছে বাম যুব ও ছাত্রদের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩৮
Share: Save:

কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকার যাবতীয় গণতান্ত্রিক স্বরের কণ্ঠরোধ করতে চাইছে, এই অভিযোগে প্রতিবাদ সভা হল শহরে।

কলকাতা প্রেস ক্লাবের সামনে ‘সেভ ডেমোক্র্যাসি’র উদ্যোগে মঙ্গলবার ওই সভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, আইনজীবী বিকাশ ভট্টাচার্য, চঞ্চল চক্রবর্তী, চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় প্রমুখ বিজেপি এবং তৃণমূলকে রুখতে গণতান্ত্রিক সব শক্তির ঐক্যের পক্ষে সওয়াল করেন। তাঁদের অভিযোগ, কাশ্মীরের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এ রাজ্যে কাজের দাবিতে নবান্ন অভিযান করতে গিয়ে তৃণমূল সরকারের পুলিশের ‘হামলা’র মুখে পড়তে হয়েছে বাম যুব ও ছাত্রদের। দুই সরকারের মনোভাবেরই প্রতিবাদ জানিয়েছেন বক্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Democracy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE