Advertisement
০৮ মে ২০২৪

বৈঠক করে এ বার ডাকা হবে দরপত্র

প্রশাসনের এক শীর্ষ কর্তার কথায়, ‘‘এই পদ্ধতি চালু হলে বিশেষ কোনও সংস্থার সুবিধার্থে দরপত্রের নীতি নির্ধারণ করা সম্ভব হবে না। নির্দিষ্ট প্রকল্পের ব্যাপারে অভিজ্ঞ সব কোম্পানির মতামত গুরুত্ব পাবে। তার ইতিবাচক প্রতিফলন পড়বে দরপত্র আহ্বানের প্রক্রিয়াতেও।’’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৮ ০৫:১০
Share: Save:

টেন্ডার বা দরপত্র ডাকার প্রক্রিয়ায় বড়সড় বদল আনতে চাইছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, দরপত্র ডাকার আগে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করার রীতি চালু করতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মলয় দে।

আধিকারিক মহলের খবর, কোনও প্রকল্পের জন্য দরপত্র আহ্বানের আগে বৈঠকে করে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিতে হবে। তার ভিত্তিতে একটি অভিন্ন নীতি তৈরি হবে সংশ্লিষ্ট অর্থবর্ষের জন্য। সেই নীতিকে সামনে রেখেই প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হবে। একাধিক প্রকল্প হলে পৃথক পৃথক বৈঠক করতে হবে সংশ্লিষ্ট দফতরগুলিকে। পরের অর্থবর্ষে একই রীতি অনুসরণ করা হবে। প্রশাসনের এক শীর্ষ কর্তার কথায়, ‘‘এই পদ্ধতি চালু হলে বিশেষ কোনও সংস্থার সুবিধার্থে দরপত্রের নীতি নির্ধারণ করা সম্ভব হবে না। নির্দিষ্ট প্রকল্পের ব্যাপারে অভিজ্ঞ সব কোম্পানির মতামত গুরুত্ব পাবে। তার ইতিবাচক প্রতিফলন পড়বে দরপত্র আহ্বানের প্রক্রিয়াতেও।’’

সরকারের সিদ্ধান্ত, ভবিষ্যতে কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থাকে প্রকল্পের দায়িত্ব দেওয়া হলে তাদেরই সেই কাজ করতে হবে। দায়িত্ব পেয়ে অন্য কোনও কোম্পানিকে দিয়ে প্রকল্পের কাজ করাতে পারবে না রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। প্রশাসনের দাবি, খরচ কমিয়ে দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tender Meeting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE