Advertisement
১০ মে ২০২৪

মুখ্যমন্ত্রীকে ‘ডেঙ্গিশ্রী’ স্মারক মহিলা বিজেপির

ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্যের ব্যর্থতার প্রতিবাদে দিন কয়েক আগে কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি।

ডেঙ্গি-বিক্ষোভ: মশার পুতুল নিয়ে বিজেপির মিছিল। শনিবার হাজরায়।  ছবি: বিশ্বনাথ বণিক।

ডেঙ্গি-বিক্ষোভ: মশার পুতুল নিয়ে বিজেপির মিছিল। শনিবার হাজরায়।  ছবি: বিশ্বনাথ বণিক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ও শিলিগুড়ি শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ০৩:২৬
Share: Save:

ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতা এবং এই রোগ ধামাচাপা দেওয়ার চেষ্টার প্রতিবাদে শনিবার মুখ্যমন্ত্রীর খাসতালুক হাজরা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চা। এ দিনই আবার শিলিগুড়িতে একই বিষয়ে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চাও।

ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্যের ব্যর্থতার প্রতিবাদে দিন কয়েক আগে কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। এ দিন হাজরা মোড় থেকে ভবানীপুর থানার সামনে দিয়ে মিছিল করে হাজরা মোড়ে ফিরে মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত দিন যুবশ্রী, কন্যাশ্রী দিয়েছেন। এ বার তাঁকে আমরা ডেঙ্গিশ্রী দিতে চাই।’’ নীল পাড় সাদা শাড়ি পরানো একটি মশার মডেল বিক্ষোভস্থলে রেখে মুখ্যমন্ত্রীকে এ দিন আক্রমণ করেন লকেটরা। মুখ্যমন্ত্রীকে ডেঙ্গিশ্রীর স্মারক হিসেবে দেওয়ার জন্য তাঁরা ওই মশার মডেল এনেছেন বলে লকেট জানান।

পাশাপাশি, এ দিনই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত দু’জনের পরিবারের সঙ্গে দেখা করেন। রাজ্যের কোন জেলায় কত জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, কত জনের মৃত্যু হয়েছে, তার তালিকা তৈরি করে রাজ্য নেতৃত্বের কাছে জমা দেওয়ার জন্য জেলা নেতাদের নির্দেশ দেন দিলীপবাবু। তাঁর দাবি, ‘‘রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গিতে ৯০ জন মারা গিয়েছেন। রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যানের থেকে যা অনেক বেশি। সব জেলা থেকে ডেঙ্গি আক্রান্ত ও মৃতের তালিকা জোগাড় করে প্রকাশ করলেই সরকারের ডেঙ্গি-জালিয়াতি প্রমাণ হয়ে যাবে।’’

শিলিগুড়ির হাসমিচকে ডেঙ্গি রুখতে সংশ্লিষ্ট পুরসভা এবং সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিজেপির যুব মোর্চা বিক্ষোভ দেখালে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পুলিশের দাবি, বিনা অনুমতিতে ওই বিক্ষোভ হচ্ছিল। তবে যুব মোর্চার পাল্টা দাবি, তাদের ওই কর্মসূচির জন্য আগাম অনুমতি নেওয়া ছিল। শুধু বিজেপি নয়, বামেরাও এ দিন বিভিন্ন এলাকায় ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে পথে নেমেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE