নতুন বছরে জিমেল ব্যবহারকারীদের জন্য সুখবর। তাঁদের মুশকিল আসান করতে এ বার কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি জেমিনাইতে একগুচ্ছ আপডেট এনেছে গুগ্ল, যার জেরে একরকম বিনা পরিশ্রমেই মেল লিখতে এবং তার উত্তর দিতে পারবেন ব্যবহারকারীরা। এর জন্য অবশ্য আলাদা করে কোনও চার্জ বসাচ্ছে না জিমেলের নিয়ন্ত্রণকারী সংস্থা মার্কিন টেক জায়ান্ট।
নতুন ব্যবস্থায় কী কী সুবিধা পাচ্ছেন গ্রাহক? গুগ্ল জানিয়েছে, এ বার থেকে কাউকে মেল করার সময় ‘হেল্প মি রাইট’ নামের একটি অপশন দেখতে পাবেন গ্রাহক। সেখানে ঢুকে বিষয়বস্তুর উল্লেখ করলেই প্রয়োজনীয় ইমেল লিখে দেবে জেমিনাই। ব্যবহারকারী চাইলে মেল ড্রাফ্ট করতেও সাহায্য করতে পারে সংশ্লিষ্ট কৃত্রিম মেধা। ফলে লেখার ঝঞ্ঝাট অনেকটাই যে কমে যাবে, তাতে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন:
এ ছাড়া জিমেলের জেমিনাইতে ‘ফরমালাইজ়’, ‘এলাবোরেট’ এবং ‘শর্টেন’-এর মতো অপশন যুক্ত করেছে গুগ্ল। মার্কিন টেক জায়ান্টটি জানিয়েছে, প্রয়োজনীয় মেল খুঁজে পেতে এগুলি ব্যবহারকারীদের সাহায্য করবে। পাশাপাশি, লেখা মেল এগুলির সাহায্যে কাটছাঁট বা আরও মনোগ্রাহী করতে পারবেন তাঁরা।
এগুলি বাদ দিলে ইনবক্সে আসা মেলের রিপ্লাইও সহজেই দিয়ে দেবে জেমিনাই। তার জন্য আলাদা করে কোনও পরিশ্রম করতে হবে না ব্যবহারকারীকে। গুগ্ল জানিয়েছে, এতে এক দিকে যেমন গ্রাহকদের পরিশ্রম কমবে, অন্য দিকে তেমনি সময় বাঁচাতে পারবেন তাঁরা। দীর্ঘ মেলের সারসংক্ষেপও সংশ্লিষ্ট কৃত্রিম মেধার সাহায্যে জানার সুবিধা তাঁদের হাতে তুলে দিয়েছে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট।
আরও পড়ুন:
এককথায় গুগ্ল সার্চে ব্যবহৃত জেমিনাই ওভারভিউ এ বার জিমেলে যুক্ত হতে চলেছে। ওয়েব, অ্যান্ড্রয়েড, আইওএস— সব ধরনের অপারেটিং সিস্টেমেই এটিকে ব্যবহার করা যাবে বলে জানিয়ে দিয়েছে বহুজাতিক ওই মার্কিন টেক জায়ান্ট।