গেট খুলে প্রবেশ করলাম। অপেক্ষা করছিল ষষ্ঠ শতকের একাধিক বিস্ময়।কয়েকটা সিঁড়ি উঠতে হল।
মধুছন্দা মিত্র ঘোষ
নিছক নদী পরিবহণকে আঙিনায় রেখেই বহুমাত্রিক সবুজে সাজিয়ে গুছিয়ে রোপণ করে গড়ে তোলা কৃত্রিম এই জঙ্গলে দিনমান পাখিদের কিচিরমিচির। সবুজের বুনোট মিলেমিশে গিয়েছে নদী সঙ্গমের ভাঁজে। তাই নিয়েই প্রিয় গড়চুমুক।
পর্যটনে হেরিটেজ শব্দটা অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছে। আর হেরিটেজ ট্যুর ভারতের অন্যান্য রাজ্যে যে ভাবে প্রচলন আছে আমাদের রাজ্য তেমন ভাবে নেই। কথা হচ্ছিল সম্রাট চৌধুরীর সঙ্গে। তাঁর লেগাসি অব বেঙ্গল দীর্ঘ দিন গবেষণা চালিয়ে যাচ্ছে কী ভাবে, বাংলার এই ঐতিহ্যকে পর্যটকদের কাছে উৎসাহিত করা যায়।
শান্তনু চক্রবর্তী
লালমাটির পথের বাঁকে বাঁকে শুধুই ইতিহাস আর মন্দির। মন্দিরনগরী বললেও ভুল হবে না।
প্রাকৃতিক রূপশোভার কোলাজে শুধুই বুঁদ হয়ে থাকতে চাইলে ব্যাগ গোছান আজই।
নির্জন সৈকতের বগুরান থেকে ঘুরে আসতে পারেন জুনপুট-বাঁকিপুট-দরিয়াপুর-পেটুয়াঘাট। লিখছেন শ্রেয়সী লাহিড়ী
গেট খুলে প্রবেশ করলাম। অপেক্ষা করছিল ষষ্ঠ শতকের একাধিক বিস্ময়।কয়েকটা সিঁড়ি উঠতে হল।