Advertisement
২০ মে ২০২৪

বাঙালির মত্স্যায়ন

কথায় বলে মাছে ভাতে বাঙালি। যে কোনও সময় যে কোনও কালে বাঙালির পাতে মাছ থাকলে মন-প্রাণ ভরে যায়। তাই ইলিশ, মৌরলা, কই-সহ অন্যান্য মাছ নিয়ে বেশ কয়েকটি ফাটাফাটি রান্না দিয়ে এ বারে আপনার রান্নাঘরে মত্স্যায়ন করলেন অমৃতা পাল, প্রণতি বসু, ইন্দিরা মুখোপাধ্যায় এবং সাত্যকি সরকার। কথায় বলে মাছে ভাতে বাঙালি। যে কোনও সময় যে কোনও কালে বাঙালির পাতে মাছ থাকলে মন-প্রাণ ভরে যায়। তাই ইলিশ, মৌরলা, কই-সহ অন্যান্য মাছ নিয়ে বেশ কয়েকটি ফাটাফাটি রান্না দিয়ে এ বারে আপনার রান্নাঘরে মত্স্যায়ন করলেন অমৃতা পাল, প্রণতী বসু, ইন্দিরা মুখোপাধ্যায় এবং সাত্যকি সরকার।

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৪ ০০:২০
Share: Save:

আম-মৌরলা

উপকরণ

• কাঁচা আম ও কাঁচা পেঁপে এক কাপ কুরানো • মৌরলা মাছ ২৫০ গ্রাম • সরষের তেল
• শুকনো লঙ্কা ও সরষে (ফোড়নের জন্য) • নুন • চিনি (১ কাপ)
• হলুদ সামান্য • কর্নফ্লাওয়ার: দু’চামচ জলে গুলে রাখা

প্রণালী

• মৌরলা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে।
এর পর সরষের তেল গরম করে মাছগুলো মচমচে করে কম আঁচে ভেজে রাখতে হবে।
এ বার কড়াইতে দু’চামচ তেল গরম করে শুকনো লঙ্কা ও সরষে ফোড়ন দিয়ে কাঁচা আম
এবং কাঁচা পেঁপে কুরানো ঢেলে দিয়ে নুন ও সামান্য হলুদ দিয়ে অল্প জলে ফুটতে দিন।

এবা র চিনি দিন কর্নফ্লাওয়ার গোলা দিন।
ভাল করে নেড়েচেড়ে নামিয়ে রাখুন। এর পর উপর থেকে
মৌরলা মাছ ভাজা ছড়িয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ফিশ-মোল্ড

উপকরণ

রুই বা কতলা মাছের পেটি ১০০ গ্রাম • নুন ও সামান্য হলুদ • চিনি সামান্য
• সরষের তেল সামান্য • একটি ছোট আলু সেদ্ধ এবং একটি গাজর গ্রেট করা
• কড়াইশুঁটি অল্প নুন দিয়ে অল্প ভাপানো • একটি ডিম ফেটিয়ে রাখা
• দু’টি চিজ কিউব গ্রেট করা • কুচানো ধনেপাতা • কুচানো পেঁয়াজ
• গ্রেট করা আদা-রসুন ২ চামচ • কাঁচালঙ্কা কুচি
• গোলমরিচ গুঁড়ো • গরম মশলা গুঁড়ো • সামান্য মাখন

প্রণালী

• মাছের পেটি নুন হলুদ মাখিয়ে হাল্কা করে ভেজে মাছের কাঁটা বেছে রাখুন।
• এ বার কড়াইয়ের ভাজা মাছের তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভাজুন।
• তার পর একে একে আদা-রসুন, কাঁচালঙ্কা কুচি দিয়ে সেদ্ধ করা আলু ভাপানো কড়াইশুঁটি ও গ্রেট করা গাজর দিন।
• এর পর কাঁটা বেছে রাখা মাছ, ধনেপাতা কুচি, গরম মশলা দিন।
• এ বার নেড়েচেড়ে মিশ্রণটি ঠান্ডা হতে দিন।
• ফেটানো ডিমে সামান্য নুন, চিনি এবং গোলমরিচ দিয়ে ওই মাছের মিশ্রণে ঢেলে দিন।
• একটি মোল্ডে (যেটি আপনার প্রেসার কুকারে বসবে) ভাল করে মাখন মাখিয়ে গরম করে রাখুন।
• তার পর ওই মিশ্রণটি ওই মোল্ডে ঢেলে দিয়ে উপরে গ্রেটকরা চিজ দিন।
• ঢাকনা বন্ধ করে প্রেসার কুকারে জল দিয়ে বসান।
• কুড়ি মিনিট ধরে সেদ্ধ করুন।
• তার পর আরও মিনিট ১০ পর মোল্ড থেকে বের করে
ছুরি দিয়ে কেটে কেকের মতো পরিবেশন করুন।

ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি

উপকরণ

কচুর লতি • সরষে বাটা • কালো জিরে • কাঁচালঙ্কা
• সরষের তেল • নুন • হলুদ • সামান্য চিনি

প্রণালী

• প্রথমে লতি গুলো ভাল করে ধুয়ে নিন।
• এর পর খোসা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
• এ বার জল ঝেড়ে অন্য একটি পাত্রে তুলে রাখুন।
• কড়াইতে সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিন।
• ইলিশ মাছের মাথা নুন হলুদ মাখিয়ে ভাল করে ভেজে ওর মধ্যে সেদ্ধ লতি গুলো দিয়ে ভাল করে নাড়তে হবে।
• এর সঙ্গে স্বাদ অনুযায়ী নুন, কাঁচালঙ্কা দিয়ে অল্প করে হলুদ এবং সরষে বাটা দিন। মনে রাখবেন এই রান্নায় কোনও জল দিতে হবে না।
• এর পর তেল ছেড়ে পুরোটা ভাল করে মিলে গেলে বুঝতে হবে রান্না হয়ে গিয়েছে।
• এর পর চাইলে সামান্য চিনি দিতে পারেন।
• সামান্য সরষের তেল ছড়িয়ে দিয়ে কিছু ক্ষণ ঢাকা দিয়ে রেখে গরম গরম পরিবেশন করুন।

তেল-কই

উপকরণ

কই মাছ ২টো • পেঁয়াজ কুচি • ধনেগুঁড়ো (১ চা-চামচ) • জিরেগুঁড়ো (১ চা-চামচ)
• লঙ্কাগুঁড়ো স্বাদ মতো • হলুদগুঁড়ো • আদা বাটা ১/২ চামচ • সামান্য টোম্যাটো কুচি
• সরষের তেল পরিমাণ মতো • নুন স্বাদ মতো

প্রণালী

• প্রথমে কই মাছগুলোর আঁশ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘণ্টা মতো রেখে দিন।
• এ বার ধনে, জিরে, লঙ্কা, হলুদগুঁড়ো একসঙ্গে জলে গুলে একটা মিশ্রণ বানিয়ে কিছু ক্ষণ রেখে দিন।
• কড়াইতে তেল দিয়ে কই মাছগুলো মাঝারি করে ভাজুন।
• ভাজা মাছগুলো কড়াই থেকে তুলে নিয়ে তাতে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিন।
• পেঁয়াজ বাদামি হয়ে গেলে তাতে জলে গুলে রাখা মশলার মিশ্রণটি ঢেলে দিন।
• এর পর টোম্যাটো কুচি দিয়ে কষতে থাকুন।
• মশলা কষা হয়ে গেলে তাতে নুন এবং আদা বাটা দিয়ে নাড়তে থাকুন।
• এ বার ভাজা মাছগুলো কষা মশলার উপর দিয়ে সামান্য জল দিয়ে আঁচটা একটু কমিয়ে দিন।
• কড়াই এর মুখে ঢাকা দিয়ে দিন।
• এ বার তেল ছেড়ে এলে নামিয়ে নিন এবং পরিবেশন করুন।

ভাপা ইলিশ-মাখানি

উপকরণ

ইলিশ মাছের টুকরো (৪ টে) • টক দই (৪ চা-চামচ) • পোস্ত বাটা (৪ চা- চামচ)
• সরষে বাটা (২ চা-চামচ) • কাঁচালঙ্কা বাটা (২ চা-চামচ)
• নুন প্রয়োজন মতো • হলুদ (১ চা-চামচ) • অলিভ তেল

প্রণালী

• একটা পাত্রে টক দই, পোস্ত বাটা, সরষে বাটা, কাঁচালঙ্কা বাটা, হলুদ, নুন ভাল ভাবে মিশিয়ে নিন।
প্রয়োজনে অল্প জল দিতে পারেন।
ইলিশ এর টুকরোগুলো ভাল করে ধুয়ে নিয়ে ওই মিশ্রণটির সঙ্গে মিশিয়ে ফ্রিজে ৬-৮ ঘণ্টা রেখে দিন।
এর পর একটা নন-স্টিক প্যানে ম্যারিনেটেড ইলিশের পুরো মিশ্রণটি
দিয়ে ঢাকনা বন্ধ করে খুব কম আঁচে ১০ মিনিট ফুটতে দিন।

ঢাকনা খুলে মাছের টুকরোগুলোর উপর এক চামচ করে (দু’পিঠে) অলিভ তেল ছড়িয়ে দিন।
ঢাকনা বন্ধ করে আরও ২০ মিনিট ফুটতে দিন।
নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভাপা ইলিশ-মাখানি।

আম-মৌরলা
ও ফিশ-মোল্ড

ইলিশ মাছের মাথা
দিয়ে কচুর লতি

তেল-কই

ভাপা ইলিশ-মাখানি

ইন্দিরা মুখোপাধ্যায়,
খড়্গপুর

সাত্যকি সরকার,
দুবাই

প্রণতি বসু,
নিউ জার্সি

অমৃতা পাল,
কানাডা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

aapnar rannaghar your kitchen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE