Advertisement
E-Paper

‘এ তো...’, বিয়ের মঞ্চে বরের মুখ দেখে আঁতকে উঠলেন কনে! রাজি হলেন না বিয়েতে, কেন?

শুক্রবার সন্ধ্যায় ভাদোহির একটি গ্রামে বরযাত্রীকে নিয়ে বিয়ে করতে পৌঁছোন বর। কনের পরিবারের সদস্যেরা অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁদের ফুল দিয়ে এবং মালা পরিয়ে স্বাগত জানানো হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৬:০৪
Bride denies marrying groom after seeing his face in Uttar Pradesh

—প্রতীকী ছবি।

বরযাত্রীকে নিয়ে বিয়ে করতে এসেছিলেন বর। কিন্তু মালাবদলের সময় সেই বরকে দেখে চমকে গেলেন কনে। আঁতকে উঠলেন তিনি। জানিয়ে দিলেন, এই পাত্রকে বিয়ে করতে পারবেন না তিনি। পত্রপাঠ বিদায় করলেন বরযাত্রীকে। কনেকে ছাড়াই ফিরে গেল বরযাত্রী। এমনই একটি ঘটনার কথা প্রকাশ্যে আসায় সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার অদ্ভুত ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহির একটি গ্রামে। কিন্তু বিয়ের মঞ্চে কেন এমন সিদ্ধান্ত নিলেন পাত্রী?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় ভাদোহির ওই গ্রামে বরযাত্রীকে নিয়ে বিয়ে করতে পৌঁছোন বর। কনের পরিবারের সদস্যেরা অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁদের ফুল দিয়ে এবং মালা পরিয়ে স্বাগত জানানো হয়। দেওয়া হয় টিফিনের প্যাকেট। বরযাত্রীরাও ডিজের তালে নাচতে শুরু করেন। সকলেই বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এর পর মালাবদলের অনুষ্ঠান শুরু হতেই ঘটে বিপত্তি।

খবর, বর যখন তাঁর বন্ধুদের সঙ্গে মালাবদল অনুষ্ঠানের জন্য বিয়ের মঞ্চের দিকে হাসিমুখে এগিয়ে যান, তখনই তাঁকে দেখে চিৎকার করে ওঠেন কনে। পাত্রী দাবি করেন, বিয়ের জন্য তাঁকে যাঁর ছবি দেখানো হয়েছিল তিনি এবং ওই বর একই ব্যক্তি নন। বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন তরুণী। তাঁকে সবাই মিলে শান্ত করার চেষ্টা করলেও লাভ হয়নি। সিদ্ধান্তে অটল থাকেন তিনি।

ওই পরিস্থিতিতে অচলাবস্থার সৃষ্টি হয়। দুই পরিবারের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা চলে। দুই পরিবারের মধ্যে নাকি হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয়। ফলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এর পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশি হস্তক্ষেপের পর কনেকে ছাড়াই বরয়াত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন পাত্র। ঘটনাটির খবর প্রকাশ্যে আসার পরেই তা নিয়‌ে সমাজমাধ্যমে হইচই পড়েছে। কেন পাত্রী ও রকম করলেন তা জানার জন্য কৌতূহল প্রকাশ করেছেন নেটাগরিকেরা।

Bizarre Incident Wedding Story Wedding Venue Bridegroom Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy