ঘরের কাজ সামলাতে ব্যস্ত ছিলেন তরুণী। কিন্তু মাকে এক মুহূর্ত একা ছাড়তে রাজি নয় তাঁর ছোট্ট মেয়ে। মায়ের সামনে গিয়ে লাফালাফি করতে শুরু করে দিল সে। মেয়েকে শান্ত করার জন্য দূর থেকে ফল কাটার ছুরি দেখিয়ে ভয় দেখাচ্ছিলেন তরুণী। কিন্তু ভয় দেখাতে গিয়ে যে এমন দুর্ঘটনা ঘটে যাবে, তা কল্পনাও করতে পারেননি তিনি। ভুলবশত ছুরিটি তাঁর তিন বছর বয়সি কন্যার মাথায় ঢুকে যায়। সঙ্গে সঙ্গে সন্তানকে নিয়ে হাসপাতালে ছোটেন তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক শিশুকন্যার হাত ধরে হাসপাতালের ভিতর ছোটাছুটি করছেন তাঁর মা। ভিডিয়োটি চিনের ইউনান প্রদেশের কানমিং এলাকার এক হাসপাতালের। তরুণীর নাম হু। তিন বছর বয়সি কন্যা রয়েছে তাঁর। একরত্তির মাথায় ছুরি ঢুকে গিয়েছে বলে হন্তদন্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন হু।
চিকিৎসকেরা অস্ত্রোপচার করে ১৫ সেন্টিমিটার লম্বা ছুরিটি বার করে জানান যে, বড় রকম ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছে শিশুটি। হু জানান, বিছানার চাদর বদল করছিলেন তিনি। কাছেই ফল কাটার একটি ছুরি রাখা ছিল। চাদর ঝাড়তে গিয়ে ছুরিতে লেগে তা ছিটকে শিশুকন্যার মাথায় ঢুকে যায়। অন্য দিকে হুয়ের দাবি নস্যাৎ করে হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, হু নাকি তাঁকে দুর্ঘটনার ভিন্ন বিবরণ দিয়েছেন।
আরও পড়ুন:
হু তাঁকে জানিয়েছিলেন, তাঁর কন্যা নাকি খুব দুষ্টুমি করছিল। তাকে শান্ত করার জন্য ফল কাটার ছুরি দেখিয়ে ভয় দেখাচ্ছিলেন তিনি। কিন্তু ভুলবশত সেই ছুরি তাঁর কন্যার মাথায় ঢুকে যায়। তিনি খালি হাতে সেই ছুরি বার করার চেষ্টা করেছিলেন। ব্যর্থ হলে সঙ্গে সঙ্গে একরত্তিকে নিয়ে হাসপাতালে ছুটে যান তিনি। অ্যাম্বুল্যান্সের জন্য আর অপেক্ষা করেননি হু। অস্ত্রোপচার হওয়ার পর বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে তিন বছরের সেই শিশু।