Advertisement
১৯ এপ্রিল ২০২৪
friendship

বন্ধু যখন পাখি! দুই দোস্তের খুনসুটির ভিডিয়ো ভাইরাল

বেশ কিছুদিন আগে এই উত্তরপ্রদেশেরই এক যুবক মহম্মদ আরিফের সঙ্গে এক সারসের বন্ধুত্বের খবর ভাইরাল হয়েছিল। রাম সামুজের ভিডিয়োটি দেখে আরিফের কথাও মনে পড়ছে নেটাগরিকদের।  

UP Man goes Viral for his friendship with A Sarus crane

বন্ধুর সঙ্গে রামসামুজ। ছবি : টুইটার থেকে।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ২১:৫৪
Share: Save:

পাখির সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছেন উত্তরপ্রদেশের রামসামুজ যাদব। রোজ সেই পাখিকে হাতে করে দানা খাওয়ান। আবার ধান মাঠে দু’জনে ধরাধরিও খেলেন। লম্বা দু’পায়ে টলমল করতে করতে বন্ধু পাখি তেড়ে যায় তাঁকে। তিনিও ভয় পাওয়ার ভান করে উর্ধ্বশ্বাসে দৌড়ন। দুই বন্ধুর খুনসুটির সেই ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

উত্তরপ্রদেশের মাউয়ের বাসিন্দা রামসামুজ। আর তাঁর বন্ধু পাখি একটি সারস। লাল মাথা লম্বা ঠোঁটের পাখিটির সঙ্গে দিনের অনেকটা সময় কাটান রামসামুজ। চাষের ক্ষেতে পাশাপাশি ঘুরে বেড়ান দু’জনে। রাম সামুজ জানিয়েছেন, সারসটিকে এক বার একটি খামারে দেখতে পেয়ে খেতে দিয়েছিলেন তিনি। তার পর থেকেই সেটি তাঁর কাছে আসতে শুরু করে। এখন সারসটির সঙ্গে বন্ধুত্বই হয়ে গিয়েছে রামসামুজের। তবে বন্ধুকে তিনি নিজের বাড়িতে বন্দি করে রাখেননি। সারসটি গোটা গ্রামেই ইচ্ছামতো ঘুরে বেড়ায়। তবে রামসামুজকে দেখলেই এগিয়ে আসে।

বেশ কিছুদিন আগে এই উত্তরপ্রদেশেরই এক যুবক মহম্মদ আরিফের সঙ্গে এক সারসের বন্ধুত্বের খবর ভাইরাল হয়েছিল। রাম সামুজের ভিডিয়োটি দেখে আরিফের কথাও মনে পড়ছে নেটাগরিকদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

friendship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE