বড়দিনে কোনও উদ্যাপন নেই। ঘড়ি ধরে কাজ করে যাচ্ছেন তরুণ। সারা দিন ঘরে ঘরে জিনিসপত্র ডেলিভারি করে চলেছেন তিনি। তা জানার পর মনখারাপ হয়ে গেল তরুণীর। ডেলিভারি কর্মীর মুখে হাসি ফোটাতে তাঁকে ১২ হাজার টাকা বকশিশ দিলেন তিনি। টাকার পাশাপাশি তাঁর হাতে তুলে দিলেন চকোলেট এবং এক বোতল জলও। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ফাব্রিজ়িয়া_ডিএক্সবি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণীর বাড়িতে জিনিসপত্র ডেলিভারি করতে গিয়েছেন এক তরুণ কর্মী। কাজের চাপের জন্য বড়দিন পালন করার সুযোগ পাননি তিনি। তা জানতে পেরে মনখারাপ হয়ে যায় তরুণীর। কর্মীকে ৫০০ দিরহাম (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১২,২৫০ টাকা) বকশিশ দেন তিনি।
এত টাকা পেয়ে আনন্দ ধরে রাখতে পারেননি ডেলিভারি কর্মী। ধন্যবাদ জানিয়ে তিনি চলে যেতেই তাঁকে আবার পিছন থেকে ডাকেন তরুণী। বড়দিন উপলক্ষে তরুণ কর্মীকে এক বোতল জল এবং চকোলেট দেন তিনি। এই ঘটনাটি দুবাইয়ে ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় তরুণীকে ঘিরে বয়ে গিয়েছে প্রশংসার বন্যা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণীর মন খুব বড়। সত্যিই ডেলিভারি কর্মীদের ব্যক্তিগত জীবন বলে কিছুই থাকে না। আসলে, তরুণী সেই কর্মীকে বড়দিনের উপহারই দিলেন।’’