পথেঘাটে ঘুরতে ঘুরতে একটি গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল এক মস্ত অজগর। ধীরে ধীরে গাড়ির বনেটের ভিতর ঢুকে কুণ্ডলী পাকিয়ে শুয়ে পড়ল অজগরটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই ঘটনাটি রাজস্থানের অজমেরে ঘটেছে। লোকালয়ে ঢুকে পড়েছিল একটি সাত ফুট লম্বা অজগর। একটি বাড়ির সামনে রাখা ছিল মালিকের গাড়ি। সেই গাড়ির বনেটের ভিতর ঢুকে গিয়ে ঘাপটি মেরে শুয়েছিল অজগরটি। তা স্থানীয়দের নজরে পড়তেই উদ্ধারকর্মীদের খবর দেন তাঁরা।
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকারীরা। গাড়ির বনেটটি খুলতে দেখা যায় যে, অজগরটি লেজ পেঁচিয়ে কুণ্ডলী পাকিয়ে শুয়ে রয়েছে। বিশ্রামে রয়েছে হিংস্র সরীসৃপটি। দেখে মনে হচ্ছে এ যেন তার নিজেরই ‘বাড়ি’। তা দেখতেই ভিড় জমিয়েছেন স্থানীয়েরা। কেউ কেউ আবার মোবাইলে সেই দৃশ্যটি বন্দি করে রাখছেন।
অজগরটিকে গাড়ির বনেট থেকে উদ্ধার করে পরে অবশ্য নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়। ভিডিয়োটি দেখে ভয় পেয়ে যান নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটাগরিক এই প্রসঙ্গে লিখেছেন, ‘‘আমি যদি গাড়ির বনেট খুলে এত বড় অজগর দেখতাম, তা হলে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলতাম।’’