পেট্রলপাম্পে তেল ভরাতে গিয়ে আগুন লেগে যায় ট্রাকে। আত্মরক্ষার্থে গাড়িটি গ্যাস স্টেশনে রেখেই পালিয়ে যান ট্রাকের চালক। বিপদের আঁচ পেয়ে প্রাণের ঝুঁকি নিয়ে প্রাণরক্ষা করতে এগিয়ে গেলেন এক জন তরুণ। আগুন ছড়িয়ে যেন বিস্ফোরণ না ঘটে যায়, তাই জ্বলন্ত ট্রাকে উঠে পেট্রলপাম্প থেকে সরিয়ে দিলেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘আরটি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ট্রাক দাউদাউ করে জ্বলছে। সেই জ্বলন্ত ট্রাকটি পেট্রলপাম্পে দাঁড় করানো ছিল। কয়েক সেকেন্ডের মাথায় জ্বলন্ত ট্রাকে উঠে তা পেট্রলপাম্প থেকে দূরে চালিয়ে নিয়ে গেলেন এক ব্যক্তি। এই ঘটনাটি দিন কয়েক আগে সৌদি আরবের রিয়াধ প্রদেশের দায়াদমি এলাকায় ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পেট্রলপাম্পে ট্রাকে তেল ভরাতে নিয়ে গিয়েছিলেন এক চালক।
ট্রাকের ভিতর প্রাণীদের খাদ্যসামগ্রী মজুত করা ছিল। তেল ভরাতে গিয়ে কোনও ভাবে ট্রাকে আগুন লেগে যায়। প্রাণ বাঁচাতে ট্রাক থেকে নেমে পালিয়ে যান সেই গাড়ির চালক। পেট্রলপাম্পের পাশেই ভাইপোকে নিয়ে কেনাকাটা করতে ব্যস্ত ছিলেন তাঁর কাকা। বিপদের আঁচ পেয়ে সঙ্গে সঙ্গে দোকান থেকে পেট্রলপাম্পের উদ্দেশে দৌড় দেন তিনি। এক লাফে জ্বলন্ত ট্রাকে উঠে তা পেট্রলপাম্প থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে যান তিনি। তত ক্ষণে ট্রাকটির ছাদ আগুনে ঝলসে উঠেছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, সেই ব্যক্তির নাম মাহের ফাহাদ আল দাবাহি। আগুন ছড়িয়ে পেট্রলপাম্পে ভয়ানক বিস্ফোরণ ঘটতে পারত, সেই আঁচ পেয়েছিলেন তিনি। তাই নিজের প্রাণের ঝুঁকি নিয়েই ছুটে যান মাহের। বড় বিপদের হাত থেকে বাসিন্দাদের রক্ষা করলেও তিনি বিপদের মুখে পড়েন। হাত এবং পায়ের অনেক অংশই পুড়ে যায় মাহেরের। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।