Advertisement
E-Paper

জলের স্রোতে ভেঙে গিয়েছে ঘরবাড়ি, ঝড়ে উড়ে গিয়েছে হাসপাতালের ছাদ, হারিকেন মেলিসার ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

বর্তমানে জামাইকার উত্তর উপকূল থেকে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে মেলিসা। ইতিমধ্যেই কিউবার উপকূলের বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এমনকি, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী অঞ্চলেও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১২:১৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ঘূর্ণিঝড়ের কবলে বিধ্বস্ত জামাইকা। মঙ্গলবার বিকেলে জামাইকার বুকে আছড়ে পড়েছে হারিকেন মেলিসা। গত ১৭৪ বছরেও এত ভয়ঙ্কর ঝড় দেখেনি জামাইকা। প্রবল ঝড়বৃষ্টির ফলে জামাইকার রাস্তাঘাট ভেসে গিয়েছে। জলের স্রোত দেখে মনে হচ্ছে, রাস্তায় যেন সমুদ্রের ঢেউ খেলা করছে! কোথাও হাসপাতালের ছাদ উড়ে গিয়েছে, কোথাও আবার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ঘরবাড়ি। জামাইকার ভয়াবহ পরিস্থিতির প্রচুর ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ঘোরাফেরা করতে শুরু করেছে (যদিও সেই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে দক্ষিণ-পশ্চিম জামাইকায় নিউ হোপের কাছে আছড়ে পড়ে হারিকেন মেলিসা। আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফে জানা গিয়েছে, ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতি ছিল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার। এই শক্তিশালী ঘূর্ণিঝড়কে ক্যাটাগরি-৫ বলে চিহ্নিত করা হয়েছে। ঝড়ের দাপটে জামাইকার অধিকাংশ জায়গায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

বিপর্যস্ত অন্তত দু’লক্ষ মানুষ। কিছু কিছু হাসপাতালেও বিদ্যুৎসংযোগ ছিন্ন হয়ে গিয়েছে। এই ঘূর্ণিঝড় এতটাই শক্তিশালী যে, সমুদ্রে ১৩ ফুট পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। বর্তমানে জামাইকার উত্তর উপকূল থেকে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে মেলিসা। ইতিমধ্যেই কিউবার উপকূলের বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এমনকি, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী অঞ্চলেও।

নাগাড়ে প্রবল ঝড়বৃষ্টি হওয়ায় ফ্লোরিডার বহু জায়গায় জল জমে গিয়েছে। এমনকি, ঘরবাড়ির ভিতরেও জল ঢুকে পড়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ফ্লোরিডার একটি বিলাসবহুল হোটেলের লবিতে জল ঢুকে পড়ায় বিপদে পড়েছেন সেখানকার আবাসিকেরা।

হোটেলের কর্মচারীরা জল নামানোর চেষ্টা করছেন। মেলিসার ল্যান্ডফলের আগেই হারিকেনের প্রভাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মৃত্যু হয়েছে সাত জনের। তাঁদের মধ্যে তিন জন জামাইকার বাসিন্দা। হাইতিতে মারা গিয়েছেন তিন জন এবং এক জন ডমিনিকান রিপাবলিকের বাসিন্দা।

Viral Video Jamaica Florida Hurricane Hurricane Melissa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy