Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Uber

বর্ষায় অ্যাপ ক্যাব চালককে কাতর অনুরোধ যাত্রীর, জবাবে কী বললেন চালক?

বৃষ্টিতে রাস্তায় জলবন্দি হলে অ্যাপ ক্যাবই ভরসা। তখন তাঁদের কাছেই যত অনুনয় বিনয়। কিন্তু তার পরও কি ভবী ভোলে?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুলাই ২০২২ ১৮:৪৫
Share: Save:

জলবন্দি রাস্তায় অ্যাপ ক্যাবের অপেক্ষায় হন্যে হয়ে দাঁড়িয়ে থেকেছেন! জল-কাদা-বৃষ্টিতে ভিজে আপনার দুরবস্থা বুঝেও কি সেই মোবাইল চালিত অ্যাপের গাড়িচালক ঠায় দাঁড় করিয়ে রেখে মুখ ঘুরিয়ে চলে গিয়েছেন? তবে রিয়া কাসলিওয়ালের দুঃখ আপনার বোঝার কথা।

দিল্লির বৃষ্টিতে জল বন্দি হয়ে অ্যাপের মাধ্যমে একটি গাড়ি সংরক্ষণ করেছিলেন রিয়া। তবে গাড়ির চালকের দেরি হচ্ছে তাঁকে যোগাযোগ করেন তিনি। জবাবে ওই গাড়ির চালক তাঁকে যা বলেছেন, তা রিয়া টুইটারে শেয়ার করেছেন।

এই ধরনের গাড়ি সংরক্ষণ করার মোবাইল অ্যাপ্লিকেশনে ব্যবহারকারীকে সরাসরি চালককে ফোন করা বা তাঁর সঙ্গে চ্যাট করার সুবিধা দেওয়া হয়। রিয়া চ্যাটেই যোগাযোগ করেছিলেন গাড়ির চালকের সঙ্গে। টুইটারে তাঁর দেওয়া সেই কথোপকথনের স্ক্রিন শটে দেখা যাচ্ছে, রিয়া গাড়ির চালককে জিজ্ঞাসা করছেন,
—আপনি আসছেন তো?

চালক: কোথায় যাবেন?

রিয়া: গ্রিন পার্কে স্যার

চালক: এই ওয়েদারে!

রিয়া: আপনি আসছেন তো?

চালক: কী করি!

রিয়া: আসছেন তো স্যার!

চালক: ইচ্ছেই করছে না..

টুইটারে এই কথোপকথনের স্ক্রিনশট দিয়ে রিয়া লিখেছেন, কাল যখন দিল্লিতে বৃষ্টি হচ্ছিল, তখন আমার সঙ্গে এটাও হয়েছে।

রিয়ার এই টুইট সাত হাজার লাইক পেয়েছে টুইটারে। তবে যে ভাবে তিনি গাড়ির চালককে অনুনয় বিনয় করেছেন, তা দেখে টুইটার ব্যবহারকারীদের পরামর্শ, এ সব করেও কি শেষ পর্যন্ত কাজ হল!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uber Viral Post Viral News
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE