স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। মাঝ রাতে শান্তিপ্রসাদ সিবিআই দফতরে যান। তাঁকে জিজ্ঞাসাবাদ করে কী জানা গেল কলকাতা হাই কোর্টে আজ তা জানানো হতে পারে।
রামপুরহাট-কাণ্ডের সিবিআই তদন্ত
রামপুরহাট-কাণ্ডের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই। এই ঘটনায় অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ ওই তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।
ঠাকুরনগরে রাজ্যপাল
আজ ঠাকুরনগরে মতুয়া ধর্মমেলায় যাবেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। বিকেল সাড়ে ৫টা নাগাদ তাঁর সেখানে যাওয়ার কথা।
ফুটবল বিশ্বকাপ
আগামী বিশ্বকাপ ফুটবলের জন্য দলগুলির গ্রুপ বিন্যাস ও ঘোষণা হতে পারে আজ। রাত সাড়ে ৯টা নাগাদ সেটি হওয়ার কথা।
আইপিএল
আজ আইপিএলে কলকাতা বনাম পঞ্জাবের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।
ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী
আজ থেকে তিন দিনের ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি দেখা করতে পারেন। এ ছাড়া তাঁর বিভিন্ন কর্মসূচির দিকে নজর থাকবে।
তপন কান্দু হত্যা মামলার শুনানি কলকাতা হাই কোর্টে
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলার আজ শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। বিকেল সাড়ে ৩টে নাগাদ শুনানি হতে পারে।
আয়কর নতুন নিয়ম
আজ থেকে ব্যক্তিগত আয়করের নতুন নিয়ম চালু হচ্ছে দেশে। নতুন নিয়ম এবং সেই সম্পর্কিত বিভিন্ন প্রতিক্রিয়ার দিকে নজর থাকবে।