দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সাজনাবেড়িয়া রাতের অন্ধকারে বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কে রয়েছেন ওই বিজেপি নেতা অরুণ মণ্ডল এবং তাঁর পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামমাখালে চকের বাসিন্দা অরুণ দীর্ঘদিন ধরে বিজেপির বুথ সভাপতির দায়িত্বে। গত লোকসভা নির্বাচনের সময় থেকেই নাকি তাঁকে বার বার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। রবিবার রাত্রে স্থানীয় বাসিন্দা সঞ্জীত সরদার বাবাই সরদার ও পবিত্র গায়েনের নেতৃত্বে বেশ কিছু দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। এমনকি পরিবারের সবাইকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। হামলার সময় বাড়ির সামনে একের পর এক বোমা ফাটানো হয়।
সোমবার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অরুণ। ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকার বিজেপি নেতৃত্ব। তবে বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ তোলা হয়েছে অরুণের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ অরুণ চোলাই বিক্রি-সহ একাধিক বেআইনি কাজের সঙ্গে যুক্ত।