গৃহকর্ত্রীকে বেঁধে, মারধর করে বাড়িতে লুটপাট চালাল একদল সশস্ত্র ডাকাত। বৃহস্পতিবার রাতে দেগঙ্গা থানার হাদিপুর-নাথপাড়া এলাকার ওই বাড়িতে গ্রিল কেটে, ঘরের দরজা ভেঙে ঢোকে ডাকাতেরা। ঘটনাটি ঘটে এক মহিলা ব্যবসায়ীর বাড়িতে। ডাকাতদের হাতে তিনি ও তাঁর মেয়ে নিগৃহীত হন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শুধু তাই নয়, ওই বাড়িতে ঢোকার আগে রাস্তায় বিদ্যুতের আলোও ডাকাতেরা বন্ধ করে দেয় বলে অভিযোগ।
শুধু লুটপাটই নয়, ভয়ে চিৎকার করায় ঘুসি মেরে নমিতাদেবীর মেয়ের মুখ ফাটিয়ে দেয় ডাকাতেরা। পালানোর সময়ে তাঁকে বেঁধেও রেখে যায়। খবর পেয়ে ওই বাড়িটিতে গিয়ে উঠোন থেকে একটি ধারালো অস্ত্রও উদ্ধার করে পুলিশ। দেগঙ্গা থানার আইসি সুমিত মণ্ডল জানান, ঘটনার তদন্ত চলছে। ব্যবসায়িক শত্রুতার জেরে ওই ঘটনা কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের কাছে অভিযোগে নমিতাদেবী জানান, তিনি ও তাঁর মেয়ে ঘরে ছিলেন। রাত একটা নাগাদ প্রথমে দরজা ভেঙে পাঁচ-ছ’ জন যুবক ঘরে ঢোকে। তাদের মুখ গামছা দিয়ে ঢাকা আর হাতে আগ্নেয়াস্ত্র ছিল। শুক্রবার নমিতাদেবী বলেন, ‘‘মারতে মারতে ওরা আমার হাত, মুখ বেঁধে ফেলে। ঘরে ঢুকে একের পর এক আলমারি ভেঙে সব নিয়ে যায়।’’