Advertisement
০৩ মে ২০২৪

নিখোঁজ ছেলের দেহ মিলল ডোবায়

মঙ্গলবার গাইঘাটার ভাড়াডাঙা গ্রামের একটি ডোবা থেকে জাহিদ আলি মণ্ডল (১৬) নামে ওই কিশোরের দেহ মেলে। জাহিদের বাড়ি ওই গ্রামেই। তার বাবা মহিজুল স্থানীয় পোলট্রি ফার্মের মালিক শচিন দে ও সঞ্জীব দে-র নামে ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেন।

শোকার্ত: জাহিদের মা। বুধবার তোলা নিজস্ব চিত্র।

শোকার্ত: জাহিদের মা। বুধবার তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গাইঘাটা শেষ আপডেট: ২২ জুন ২০১৭ ০৪:০৪
Share: Save:

ভোর থেকে নিখোঁজ এক কিশোরের দেহ উদ্ধার রাতে।

মঙ্গলবার গাইঘাটার ভাড়াডাঙা গ্রামের একটি ডোবা থেকে জাহিদ আলি মণ্ডল (১৬) নামে ওই কিশোরের দেহ মেলে। জাহিদের বাড়ি ওই গ্রামেই। তার বাবা মহিজুল স্থানীয় পোলট্রি ফার্মের মালিক শচিন দে ও সঞ্জীব দে-র নামে ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেন। গ্রেফতার করা হয়েছে তাঁদের। খুনিদের কঠোর শাস্তির দাবিতে বুধবার সকাল থেকে স্থানীয় পাঁচপোতা-ভাড়াডাঙা সড়ক বাঁশ দিয়ে আটকে অবরোধ করেন বাসিন্দারা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে জাহিদের। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তে। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘ওই কিশোরের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে।’’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৫টা নাগাদ ঘুম থেকে উঠে বাড়ির কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যায় জাহিদ। বেলা বাড়লে খোঁজাখুঁজি শুরু হয়। রাতের দিকে যে ডোবা থেকে জাহিদের দেহ উদ্ধার মেলে, সেখানেও তাঁরা প্রথমে গিয়েছিলেন। কিন্তু কিছু দেখতে পাননি বলে দাবি পরিবার-পরিজনের।

মহিজুল বলেন, ‘‘ওই ডোবায় আমরা সন্ধ্যাবেলায় খুঁজে এসেছিলাম। পুলিশও গিয়েছিল। তখনও দেহ মেলেনি। পুলিশ চলে যাওয়ার পরেই ছেলেকে ডোবায় ফেলে দেওয়া হয়েছে।’’ পরিবারের লোকজনের দাবি, যেখানে জাহিদের দেহ মিলেছে, তার পাশেই রয়েছে পোলট্রি ফার্ম। সেখানে জাহিদ মাঝে মধ্যে যাতায়াত করত। পোলট্রিতে টুকটাক কাজও করে দিত।

মৃতের মাসি সাহানারা বিবি বলেন, ‘‘জাহিদ আমাকে বলেছিল, পোলট্রি ফার্মের মালিক তাকে সকালে যেতে বলেছিল। কিছু কাজ করে দিলে একটি মুরগিও দেবে বলেছিল। জাহিদ সম্ভবত সে কারণেই ওখানে গিয়েছিল।’’ মৃতের মা তসলিমা বিবির দাবি, ‘‘ছেলেকে ইলেকট্রিক শক দিয়ে খুন করা হয়েছে। পোলট্রি ফার্মের মালিক শচিন ও সঞ্জীবই এই কাজ করেছে।’’

পরিবার ও প্রতিবেশীদের দাবি, ওই পোলট্রি ফার্মের পাশে একটি ঘরে নানা বেআইনি কাজকর্ম হয়। জাহিদ হয় তো তা দেখে ফেলেছিল। সে কারণেই তাকে ইলেকট্রিক শক দিয়ে খুন করা হয়েছে। বাসিন্দারা জানালেন, পোলট্রি ফার্মের চারপাশে বিদ্যুতের তার দেওয়া থাকে। তাতে বিদ্যুৎ সংযোগ থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE