Advertisement
E-Paper

হুকিং রুখতে গিয়ে মার খেলেন বিদ্যুৎ কর্মীরা

হুকিং করেছেন কেন, প্রশ্ন করতেই তেড়ে এল গ্রামবাসীরা। বিদ্যুৎকর্মীদের মারধর করা হল। গাড়িতে চলল ভাঙচুর। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মিনাখাঁর উত্তর গড়আবাদ গ্রামে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৬ ০১:৫৫

হুকিং করেছেন কেন, প্রশ্ন করতেই তেড়ে এল গ্রামবাসীরা। বিদ্যুৎকর্মীদের মারধর করা হল। গাড়িতে চলল ভাঙচুর।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মিনাখাঁর উত্তর গড়আবাদ গ্রামে। মাথা ফেটেছে মিরাজ আহমেদ নামে এক বিদ্যুৎ কর্মীর। তাঁকে মিনাখাঁ হাসপাতাল ভর্তি করা হয়। পরে পাঠানো হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, হুকিং রুখতে এমন ধরনের অভিযানে যাওয়ার আগে সাধারণত তাদের নিয়ে যাওয়া হয়। এ ক্ষেত্রে অবশ্য বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা পুলিশকর্মীদের নিয়ে যাননি। তবে রাজ্য বিদ্যুৎ বণ্টন দফতরের আধিকারিকদের লিখিত অভিযোগের ভিত্তিতে হেনস্থা, মারধরের অভিযোগে সহিফুল ইসলাম এবং করিম বক্স নামে দু’জনকে খুঁজছে পুলিশ।

পুলিশ ও বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা সাড়ে ১২টা নাগাদ বিদ্যুৎ দফতরের ১২-১৪ জনের একটি দল গিয়েছিলেন উত্তর গড়আবাদ গ্রামের সহিফুল ইসলামের বাড়িতে। তাঁরা দেখেন, সরিফুল এবং করিম হুকিং করেছেন।

এই নিয়ে কথা উঠতেই সরিফুল-করিমরা ঝগড়াঝাটি শুরু করে। গাঁয়ের লোককে ডেকে জড়ো করে বলে অভিযোগ। সকলে মিলে বিদ্যুৎ কর্মীদের উপরে চড়াও হয়। ধাক্কাধাক্কি, মারধর চলে। পরিস্থিতি বেগতিক বুঝে গাড়ি নিয়ে পিছু হঠেন বিদ্যুৎকর্মীরা। জনতা গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে।

এ দিনের অভিযানে ছিলেন রাজ্য বিদ্যুৎ দফতরের এক আধিকারিক বাসব মৈত্র, মিনাখাঁর স্টেশন ম্যানেজার তনুময় চক্রবর্তী-সহ বিধাননগর থেকে আসা আধিকারিক ও এবং কর্মীরা।

তনুময়বাবু বলেন, ‘‘হুকিংয়ের খবর পেয়ে আমরা গিয়েছিলাম গ্রামের মানুষকে বোঝাতে। সে কারণে সঙ্গে পুলিশ নিয়ে যাওয়ার কথা ভাবা হয়নি।’’

illegal electricity hookup Lynch Electricty worker
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy